শিরোনাম
◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৯ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদ্যপানে প্রতিবছর ১৪০,০০০ মার্কিন নাগরিকের মৃত্যু

পার্স টুডে- আমেরিকার সার্জন জেনারেল বিবেক মূর্তি বলেছেন, অ্যালকোহল বা মদ্যপানের কারণে প্রতি বছর হাজার হাজার মার্কিন নাগরিকের মৃত্যু ঘটে।  

মার্কিন সমাজে অ্যালকোহল সেবনের কারণে মৃত্যুর আতঙ্কজনক পরিসংখ্যান তুলে ধরে বলেন, অ্যালকোহল মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর চতুর্থ প্রধান কারণ। দেশটিতে প্রতিবছর গড়ে ১৪০,০০০- এরও বেশি মানুষ অ্যালকোহল সেবনের কারণে মারা যায়।

পার্স টুডে জানিয়েছে, আমেরিকান ক্যান্সার সোসাইটি ইতোপূর্বে ঘোষণা করেছিলযে, যেকোনও পরিমাণে মদ খাওয়ার কারণে ছয় ধরণের ক্যান্সার হতে পারে।

আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট ঘোষণা করেছে, অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণের কারণে প্রতি বছর ১০০,০০০ লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত বছরগুলোতে মৃত্যুসনদ বিশ্লেষণ করে দেখা গেছে যে, আমেরিকায় অ্যালকোহল সেবনের কারণে মৃত্যুর হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গবেষণার তথ্য বলছে, বছরে ২০ হাজার মানুষ বিভিন্ন ক্যান্সারে মারা যাচ্ছে, যার মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যুর পেছনে রয়েছে অ্যালকোহল বা মদ্যপান।

যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিবেক মার্থি জানান, অধিকাংশ আমেরিকান মদ্যপানের কারণে ক্যান্সারের ঝুঁকির ব্যাপারে সচেতন নন। ডা. মার্থি মদ্যপানের পরিমাণ নির্ধারণে বিদ্যমান সীমা পুনর্মূল্যায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, তামাক ও স্থূলতার পরে ক্যান্সারের তৃতীয় প্রধান প্রতিরোধযোগ্য কারণ হলো মদ্যপান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়