শিরোনাম
◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তর প্রদেশে মন্দিরের বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছেন ইসকনকর্মী

এনডিটিভির প্রতিবেদন: ভারতের উত্তর প্রদেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) মুরলিধর দাস নামের এক কর্মচারী মন্দির থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে ভক্তদের দান করা অর্থ সংগ্রহের জন্য রাখা একটি রসিদ বই নিয়েও ভেগেছেন তিনি। 

রাজ্যের মথুরার এই ঘটনায় ওই ইসকনকর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, এক ইসকন মন্দিরের কর্মচারী ভক্তদের দান করা অর্থ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত একটি রসিদ বইসহ লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।

এই ঘটনায় পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার বলেছেন, শুক্রবার গভীর রাতে মন্দিরের প্রধান অর্থ কর্মকর্তা বিশ্ব নাম দাস একটি এফআইআর দায়ের করেছেন। গত ২৭ ডিসেম্বর এসএসপি শৈলেশ কুমার পান্ডের কাছে কথিত চুরির কথা জানিয়ে একটি আবেদন জানিয়েছিলেন বিশ্ব নাম দাস। প্রাথমিক তদন্তের পরে এফআইআর দায়ের করা হয়েছে।

মন্দিরের পিআরও রবি লোচন দাস বলেন, অভিযুক্ত মুরলিধর দাসের কাজ ছিল দান করা টাকা সংগ্রহ করা এবং সময়ে সময়ে মন্দির কর্তৃপক্ষের কাছে সেসব টাকা জমা করা। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের পর জানা যাবে ঠিক কত টাকা তিনি মন্দিরে জমা রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়