শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১১:২২ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও খোলামেলা পোশাকে আলোচনায় রুনা খান

রুনা খান প্রতিনিয়ত চমকে দেন। হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেন। কিছুদিন আগে ৩৯ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী রুনা খান। এরপর সম্প্রতি মেকআপ ছাড়া ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা ছড়িয়ে দিলেন। কিন্তু সেই আলোচনাকে ছাপিয়ে গেল তার নতুন পরিচ্ছদের লুক। 

একটি ফটোশুটে অংশ নিয়েচ্ছিলেন রুনা খান। সেখানে সাদা রঙের নতুন পরিচ্ছদে ধরা দিলেন রুনা খান। রুনা খান ব্রালেটে দুই ধরনের ছবির সঙ্গে পড়েছেন সাদা রঙের গাউন। নতুন এই পরিচ্ছদ নতুন আলোচনার তৈরি করেছে। 

অনেকেই রুনা খানের অভিনবত্ব ও নতুন লুককে সমর্থন জানাচ্ছেন, অনেকেই করছেন প্রশংসা। কেউ কেউ আবার কটাক্ষের তীরে বিদ্ধ করার চেষ্টা করছেন অভিনেত্রীকে। তবে এসবকে একেবারে গায়েই মাখছেন না সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী।  

নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, আগুন লাগিয়ে দিলেন। তার এই বাক্যের ওপর আবার অনেকেই কথা বলছেন। তবে রুনা খানের শ্বেত শুভ্র লুকের ইতিবাচক কথাই পাওয়া যাচ্ছে। ওজন কমিয়ে এই অভিনেত্রী নিজেকে সবদিকে, সবভাবেই প্রকাশ করতে পারছেন। স্বাভাবিকভাবে বলাই যায় ওজন কমানোটা রুনা খানের জন্য আশির্বাদ ছিল।

ওজন কমানো সম্পর্কে সময়ের আলোচিত এই অভিনেত্রী বললেন, ‘আমি ঘরের ভেতর এক ঘণ্টা হেঁটে, ঘুমাতে গিয়ে বিছানায় এক ঘণ্টা ইয়োগা করে; ইন্দিরা রোডের সতেরশো স্কয়ারফিটের একটা ফ্ল্যাটে ১ বছরে ৪০ কেজি ওজন কমিয়েছি। এটা খুব সহজ বিষয় না। ৪০ কেজি ওজন প্রাকৃতিক উপায়ে কমানো খুব সহজ বিষয় না। আমি দেশ-বিদেশ থেকে অসংখ্য ফোন পেয়েছি। তারা বলেন, আপু, ওজন কমাতে চাই, টিপস দেন। আমার কথা হচ্ছে, আপনি যেকোনো ডায়েটিশিয়ান থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওজন কমাতে যান না কেন, পুরো পথটা ভ্রমণ করতে হবে আপনাকে। জার্নিটা আপনার।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়