শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঁটুর চোট সারাতে নিজের মূত্র পান করেছিলেন পরেশ রাওয়াল!

বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ‘ঘাতক’ ছবির শুটিং চলাকালে হাঁটুর মারাত্মক আঘাতের পর দ্রুত সেরে ওঠার জন্য তিনি নিজের মূত্র পান করেছিলেন বলে জানিয়েছেন। ঘটনাটি ঘটে রাকেশ পান্ডের সঙ্গে একটি দৃশ্যের শুটিং চলাকালে। আঘাত পাওয়ার পর পরিচালক তিন্নু আনন্দ ও অভিনেতা ড্যানি দেনজোংপা তাকে দ্রুত মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরেশ রাওয়াল তার ক্যারিয়ার নিয়ে গভীর উদ্বেগে ছিলেন। মনে করেছিলেন, হয়তো আর কখনও অভিনয়ে ফিরতে পারবেন না। ঠিক তখনই প্রয়াত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ তাকে দেখতে আসেন এবং বিশেষ এক পরামর্শ দেন—প্রতিদিন সকালে নিজের মূত্র পান করতে। বীরু দেবগণের যুক্তি ছিল, বহু যোদ্ধারাই নাকি শরীরের দ্রুত আরোগ্যের জন্য এমন পদ্ধতি অনুসরণ করে থাকেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, বীরু দেবগণ তাকে অনুরোধ করেছিলেন মদ্যপান, তামাক সেবন এবং খাসির মাংস খাওয়া বন্ধ করতে। পাশাপাশি নিয়মিত খাবারের পাশাপাশি সকালে প্রথম কাজ হিসেবে নিজের মূত্র পান করার নির্দেশ দিয়েছিলেন। পরেশ জানান, তিনি তখন এমন এক মানসিক অবস্থায় ছিলেন যে, সুস্থ হওয়ার জন্য যা করা প্রয়োজন, তা বিনা দ্বিধায় মেনে নিতে প্রস্তুত ছিলেন।

তিনি নির্দিষ্ট নিয়ম মেনে টানা ৩০ দিন নিজের মূত্র পান করেন। পরে চিকিৎসকরা যখন তার স্বাস্থ্য পরীক্ষা করেন, তখন চমকপ্রদ ফলাফল আসে। চিকিৎসকদের মতে, তার চোট সারাতে যেখানে আড়াই মাস সময় লাগার কথা ছিল, সেখানে তিনি মাত্র দেড় মাসেই সুস্থ হয়ে ওঠেন।

পেশাদার জীবনেও পরেশ রাওয়াল ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই তিনি প্রিয়দর্শনের পরিচালনায় নির্মিত হরর-কমেডি 'ভূত বাংলা' ছবিতে অক্ষয়কুমার ও টাবুর সঙ্গে অভিনয় করবেন। পাশাপাশি ‘হেরা ফেরি ৩’-তেও পুরনো সহ-অভিনেতা অক্ষয়কুমার ও সুনীল শেঠির সঙ্গে আবার পর্দা ভাগ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়