শিরোনাম
◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি   ◈ অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব ইতালির, আরও লোক নিতে আগ্রহী ◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ১১:০৩ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে বৈষম্যবিরোধীদের অশালীন আচরণের প্রতিবাদ চিকিৎসকদের

মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে অশালীন ও আক্রমনাত্মক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথভাবে সংবাদ সম্মেলন  করেছেন চিকিৎসকদের সংগঠন ডক্তরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।  সোমবার দুপুরে জেলা হাসপাতালের অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে ডাক্তাদের এই সংগঠন দুটি। 

এর আগে রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে জেলা হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে বৈষম্যবিরোধীদের সংবাদ সম্মেলন করেন। বৈষম্যবিরোধী ছাত্ররা অভিযোগ করেন,
হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলতে গিয়ে চিকিৎসকরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এদিকে ড্যাব ও এনডিএফ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাব’র জেলা সভাপতি ডা. মো. ময়েজ উদ্দীন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা সাধারণ মানুষের পরিচয় দিয়ে কোনো প্রটোকল অনুসরণ না করেই চিকিৎসক-কর্মচারীদের হাসপাতালে উপস্থিতির বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের হার্ড ও সফট কপি চান। তা দিতে অস্বীকৃতি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন। এ নিয়ে ছাত্ররা হাসপাতালের কনসালটেন্ট মো. ইসমাইল হোসেনের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারা ওই চিকিৎসকের সঙ্গে অসাদাচনের পাশাপাশি হুমকিও প্রদান করেন।
ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করে সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ৫ আগস্টের অর্জনকে আমরা বুকে ধারণ করি এবং এই অর্জনে চিকিৎসক সমাজের বলিষ্ঠ ভূমিকা স্মরণ করি। 

কেউ যেন ৫ আগস্টের অর্জনকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ’র সভাপতি ডা. এ.কে. মহিউদ্দীন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ, ডা. ইসমাইল হোসেন। এসময় আরো কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।  ড্যাব ও এনডিএফ আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ বলেন, বৈষম্য বিরোধ ছাত্ররা প্রথমে সাধারণ মানুষ হিসেবে কথা বলতে এসেছিলেন কয়েকজন ছাত্র। পরেরা সামাজিক যোগাযোগ মাধ্যসহ বিভিন্ন ভাবে নিজের বৈষম্য বিরোধী ছাত্র দাকি করেন।তারা যে দাগিুলো আমার কাছে দিয়েছেন তা আমরা খতিয়ে দেখছি। হাসপাতালে ডাক্তাদের হাজিরার বিষয়সহ অন্যান্য বিষয় দেখার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের অশালীন আচরণের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া গ্রহণের কার্যক্রম চলছে।

রোগী স্থানান্তরের ব্যাপারে ডা. মাসুদ পারভেজ বলেন-প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার মানুষ আউটডোরে চিকিৎসা নিচ্ছেন, তিনশ থেকে চারশ রোগী ভর্তি থাকছেন, তাহলে সব রোগীকে কিভাবে স্থানান্তর করা হয়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়