আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় দুটি ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। লাইসেন্স না থাকায় জরিমানাসহ একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর যশোর ও বাঘারপাড়া সহকারি কমিশনার ভূমি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ রয়েছে ভাটা দুটির বিরুদ্ধে। এসময় পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক ও সহকারি পরিচালক উপস্থিত ছিলেন।
অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইট পোড়ানোর অভিযোগে উপজেলার দোহাকুলায় ‘ফাইভ স্টার ব্রিক্স’ এর ইট পোড়ানোর চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
একই সাথে ভবিষ্যতে ইট না পোড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই দিনইন্দ্রা গ্রামে অবস্থিত ‘শিকদার ব্রিক্স’কে দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স বিহীন ভাটা পরিচালনার দায়ে এ জরিমানা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক এমদাদুল হক ও সহকারি পরিচালক সোমেন মৈত্র, বাঘারপাড়া আনছার ভিডিপি কর্মকর্তা শাহিনা খাতুন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনছার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।