শিরোনাম
◈ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার ◈ জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ আজ বন্ধ হচ্ছে ◈ ভারতে আত্মগোপনে বাহাউদ্দিন নাছিম: কলকাতায় বিলাসবহুল জীবন, পাচার করা অর্থে ব্যবসায় বিনিয়োগ ◈ হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৫৪, জিএমপির অভিযান অব্যাহত ◈ স্বাস্থ্যখাতে বড় রদবদলের সুপারিশ: পৃথক সার্ভিস, বাজেট সংস্কার ও আউটসোর্সিং প্রস্তাব ◈ সরকারি কোয়ার্টার নিয়ে বহিরাগতদের কাছে উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন কর্মকর্তারা ◈ টিয়ারশেল নিক্ষেপ করে চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ (ভিডিও) ◈ এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার আগে ছাত্রলীগের হুমকি, বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ ◈ আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ ◈ ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে!

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাবন্দিদের প্রেমের প্রস্তাবে অতিষ্ঠ, সুন্দরী কারারক্ষী হয়ে উঠলেন দুষ্টু ভিডিওর তারকা

কারারক্ষীর সৌন্দর্যে মজেছিলেন কয়েদিরাও! তাঁদের অনেকে জেল থেকে মুক্ত হওয়ার পর প্রেমের প্রস্তাব দিতেন সুন্দরী কারারক্ষীকে। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের সংশোধনাগারের আধিকারিক ছিলেন ৩২ বছর বয়সি অ্যালিসিয়া ডেভিস। কুইন্সল্যান্ডের একটি কারাগারের সুউচ্চ দেওয়ালের আড়ালে অপরাধী ও অভিযুক্তদের মাঝে সময় কাটিয়ে হাঁপিয়ে উঠেছিলেন অ্যালিসিয়া। তাঁর সৌন্দর্যের খ্যাতি এতটাই ছড়িয়ে পড়ে যে, বন্দিদের স্ত্রী এবং বান্ধবীরা প্রায়ই সাক্ষাতের সময় তাঁর দিকে বরফশীতল দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। সেই দৃষ্টির সামনে পড়লে তরুণীর মনে হত তাঁকে যেন তাঁরা খুন করতে চাইছেন। তাঁদের এই দৃষ্টি সহ্য করতে পারতেন না তরুণী। কারা আধিকারিক হিসাবে কর্তব্য পালন করতে করতে তাই হঠাৎই পেশা পরিবর্তন করে দুষ্টু ভিডিয়োর মডেল হওয়ার সিদ্ধান্ত নেন তরুণী।

২০২২ সালের গোড়ার দিকে সংশোধনাগারে এক জন অফিসার হিসাবে কর্মরত ছিলেন অ্যালিসিয়া। সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর ​​সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রাক্তন পেশা শারীরিক ভাবে কষ্টকর হওয়ার পাশাপাশি মানসিক ভাবেও ক্লান্তিকর ছিল। কঠোর নীতি প্রয়োগ করেও বন্দিদের মনোযোগ এড়াতে পারেননি। কারা দফতরের নিয়ম অনুযায়ী ভাল পোশাক, গয়না বা প্রসাধনীও ব্যবহার করতে পারতেন না তিনি। তা সত্ত্বেও ক্রমাগত বন্দিদের প্রেমের প্রস্তাব, নানা ধরনের উপহার প্রত্যাখ্যান করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়তেন বলে জানান অ্যালিসিয়া।

কারাগারের চার দেওয়ালের বাইরেও তাঁর আকর্ষণ অটুট ছিল। অ্যালিসিয়া জানান, বন্দিরা এক বার মুক্তি পেলে তাঁকে ইনস্টাগ্রামে অনুসরণ করতেন এবং বন্ধুত্ব পাতানোর চেষ্টা করতেন। প্রেমের ছলনা এবং কঠোর নিয়মকানুন মেনে এবং পেশাদারিত্বের ভারসাম্য বজায় রেখে কাজ করা সম্ভব হচ্ছিল না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে কারাগারের চাকরিতে ইস্তফা দিয়ে নতুন পেশায় পা রাখেন তিনি। দুষ্টু ভিডিয়োর ওয়েবসাইটে মডেল হিসাবে কাজ করা শুরু করেন। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। সংশোধনাগারে কাজ করার সময় অ্যালিসিয়া বছরে প্রায় ৫২ লক্ষ টাকা আয় করতেন। আজ তাঁর আয় প্রায় সওয়া ৩ কোটি টাকায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। অ্যালিসিয়ার দাবি, ‘‘এখন আমি যা চাই তাই পরি, যার সঙ্গে ইচ্ছা কথা বলতে পারি এবং ভয় ছাড়াই স্বাধীন ভাবে জীবনযাপন করতে পারছি।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়