শিরোনাম
◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল!

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ক্লিপ হঠাৎ করে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বিএনপির সাবেক কেন্দ্রীয় সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর রাজারবাগে অনুষ্ঠিত “নাগরিক ভাবনায় জনতার পুলিশ” শীর্ষক এক সভায় হঠাৎ ক্ষুব্ধ হয়ে পড়েন।

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৫-এর তৃতীয় দিনে পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। সেখানে আসিফ আকবর সবার সামনে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেক কথা বললেন, আমি শুনছি তো। আমরা এখানে আসছি, আমরা কথা বলার সুযোগ পাই না, আপনারাই কথা বলেন। এটা তো হবে না।’

তিনি আরও বলেন, “আপনারা সবসময় এমন ভাবেন যে আপনারাই সব বোঝেন, আর আমরা বাইরের লোক!” এক পর্যায়ে তিনি বসে গেলেও পরে আবার বলেন, “ভেরি আনফেয়ার। ঠিক হয় নাই কাজটা আপনাদের।”

এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ কেউ আসিফ আকবরের স্পষ্ট বক্তব্য ও সাহসিকতার প্রশংসা করেন, আবার অনেকে তাঁর আচরণ নিয়ে সমালোচনায় মুখর হন।

সভায় আরও উপস্থিত ছিলেন নিউ এজ সম্পাদক নুরুল কবির, শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, পিএসসির সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম ও নুরুল হুদা।

সভা শেষ করেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও উপকমিটির সভাপতি গোলাম রসুল। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, খেলোয়াড়, লেখক, ধর্মীয় নেতা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়