শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩২ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ব্যক্তিগত ভিডিও ফাঁস হলো আরেক পাকিস্তানি টিকটকার মরিয়ম ফয়সাল

পাকিস্তানি টিকটকার মরিয়ম ফয়সাল

একের পর এক একান্ত ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে পাকিস্তানি টিকটকারদের। গত মাসের ব্যবধানে দেশটির অন্তত পাঁচজন জনপ্রিয় টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। যার ফলে এ নিয়ে তৈরি হয়েছে নানা উদ্বেগ।

মাথিরা খান, মিনাহিল মালিক, ইমশা রেহমান ও কানওয়াল আফতাবের পর সম্প্রতি আরেক টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। 

ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মরিয়মের এসব কথিত ছবি এবং ভিডিও এক্স ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কে বা কারা ছড়িয়ে দিয়েছে। একের পর এক টিকটক তারকার ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আসার ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ব্যক্তিগত পরিসরের ছবি প্রকাশ্যে আসায় ভুক্তভোগী টিকটক তারকারা সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন। অনেকে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন।

তবে কারা এসব ভিডিও প্রকাশ করছেন, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে মরিয়ম এখনো কোনো কথা বলেননি।

এর আগে টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল। এরপর আরেক টিকটকার ইমশা রহমান, টিভি উপস্থাপিকা মাথিরা খান এবং টিকটকার কানওয়াল আফতাবেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

পরে মাহিরা খান বলেন, ‘আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়