শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ১২:৪৮ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাফপ্যান্ট পরে কনসার্টে ভারতীয় গায়িকা সুনিধি চৌহান, এরপর যা ঘটলো

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান বহু ছবিতে প্লেব্যাক করেছেন । ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা পান সুনিধি। এরপর এখনও ২১ বছর ধরে টানা বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়িকা সুনিধি।

সম্প্রতি ভারতের দুর্গাপুরে একটি কনসার্ট ছিল সুনিধি চৌহানের। সেখানে তিনি যে পোশাক পরে পারফর্ম করেছেন সেটার জন্য রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে করা হচ্ছে কুরুচিপূর্ণ আক্রমণ।

সুনিধি চৌহানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেটার মন্তব্য ঘরে দৃশ্যমান হয় শুধু সুনিধিকে নিয়ে কটাক্ষ ও কাটাছেঁড়া মন্তব্য।

ভিডিওতে দেখা যায়, এদিন দুর্গাপুর থেকে একটি লাইভ করা হয়। সেখানে কমলা রঙের একটি লং টিশার্ট পরে আছেন সুনিধি। সঙ্গে কালো হট প্যান্ট। তবে সেটা টিশার্টের নিচে প্রায় ঢেকে গিয়েছে। আর সেটার কারণেই আক্রমণ করা হয়েছে গায়িকাকে।

এক ব্যক্তি লেখেন, 'কেউ প্যান্ট কিনে দাও ওকে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এ বাবা তাড়াহুড়োয় প্যান্ট পরতে ভুলে গেছে!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কোনও সন্দেহ নেই উনি একজন ভালো গায়িকা। কিন্তু পোশাকের রুচি এত খারাপ কেন?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এদের প্রোগ্রাম দেখা বন্ধ করুন। কী নির্লজ্জ।

এই ধরনের মন্তব্যের বিরোধিতাও করেছেন অনেকে। এক ব্যক্তি লেখেন, 'যারা কমেন্ট করছে তাদের মধ্যে ৯০ শতাংশ এই গানেই পার্টিতে এর থেকেও ছোট ড্রেসে লাফালাফি করবে।'

উল্লেখ্য, ভার্সেটাইল গায়িকা সুনিধি হিন্দি, ইংরেজির পাশাপাশি তামিল, তেলুগু, পাঞ্জাবি, কন্নড়, মারাঠি ছবির জন্যও গান গেয়েছেন। পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’-এর সঙ্গেও গান গেয়েছেন তিনি।

গানের সঙ্গে অভিনয়ও করেছেন সুনিধি। নায়িকা হিসেবে তাকে না দেখা গেলেও বেশ কয়েকটি বলিউড ছবিতে ক্যামিও করেছেন সুনিধি। ‘বস এক পাল’, ‘ভূত’, ‘খুবসুরাত’ সেগুলির অন্যতম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়