শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংককে ‘একসঙ্গে’ সময় কাটাচ্ছেন রাফসান-জেফার!

বিনোদন ডেস্ক : অনেক আগে থেকেই চাউর—প্রেম করছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বিষয়টি আরও বেশি ছড়িয়ে পড়ে যখন এই উপস্থাপকের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর দুজনই এ বিষয়ে ছিলেন নীরব! তবে এবার আর চুপ থাকার উপায় নেই। কারণ সুদূর ব্যাংককে তাদের পাওয়া গেল ব্যক্তিগত সময় কাটাতে!

শুধু তারাই নয়, সঙ্গে রয়েছেন জেফারের পরিবারের সদস্যরাও। দু’জনই তাদের ফেসবুকে বেশ সাবধানতার সঙ্গে আলাদাভাবে ছবি পোস্ট করেছেন। কিন্তু খুব একটা সামলাতে পারলেন না।  শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দু’জনকে দেখা গেল। 

এদিন রেস্টুরেন্টের ভেতরে দু’জন পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন। তবে এ সময় রাফসান ও জেফার ছিলেন বেশ খোশমেজাজে। রাফসান গ্রিন শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তাঁরা। দু’জনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুললেন। তবে সেগুলো আর ফেসবুকে আসেনি! তবে প্রবাসী বাংলাদেশির তোলা ছবিটি হাত ঘুরে এসেছে ইনডিপেনডেন্ট ডিজিটালের কাছে।

এদিকে শোবিজের অনেকেরই দাবি, রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। গুঞ্জন রয়েছে, গোপনে তাঁরা বিয়েও সেরেছেন। যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। 

জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তাঁরা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব-ভিত্তিক মিউজিশিয়ান। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন।

সুত্র : ইনডিপেনডেন্ট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়