শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ১০:২৩ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার লড়াই নিয়ে যা বললেন মাধুরী

এবার দেওয়ালি উপলক্ষে আগামী ১ নভেম্বর মুক্তি পাবে আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া ৩’ ও রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। মুক্তির আগে থেকেই এ দুই সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিষয়টা ভারতের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিকুয়েলে ‘মঞ্জুলিকা’রূপে আসছেন মাধুরী দীক্ষিত। এদিকে ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির পাশাপাশি ‘সিংহাম এগেইন’এরও মুক্তি হতে চলেছে। এ দুই সিনেমার লড়াই নিয়ে এ নায়িকার ভাবনাটা কী আসলে?

এ প্রসঙ্গে ভারতের গণমাধ্যমে মাধুরী দীক্ষিত বলেছেন, ‘এটা অনুমান করা খুব কঠিন যে কোন ছবি ভালো করবে বা কোন ছবি ভালো করবে না। আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। আমরা এক বিনোদননির্ভর ছবি বানানোর চেষ্টা করেছি। আমরা এইটুকু বলতে পারি, আমরা খুব ভালো এক প্রকল্প বানিয়েছি। এখন আমাদের একটাই প্রত্যাশা, দর্শক যেন এই সিনেমাটি পছন্দ করেন।’

বলিউড নায়িকা যোগ করেন, ‘এসব কিছু নির্ভর করছে দর্শকের ওপর। কোন ছবি পছন্দ, তা তারাই বেছে নেবেন। কোন ছবি দেখবেন, এ ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন।’

প্রসঙ্গত, ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় এবার জোড়া ‘মঞ্জুলিকা’কে পর্দায় আনছেন পরিচালক আনিস বাজমি। বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত, এ দুই নায়িকা এই ফ্র্যাঞ্চাইজিতে ‘মঞ্জুলিকা’ হতে চলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়