শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪, ০১:০৮ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানকর্মীর সঙ্গে যে কাণ্ড করলেন সাইফ !

বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর বলিপাড়ার অন্যতম আলোচিত দম্পতি। সম্প্রতি পতৌদি প্যালেসে নিজেদের মতো করে ১২ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন এ তারকা অভিনেতা-অভিনেত্রী। 

এর আগে মুম্বাই বিমানবন্দরের সামনে দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানকে নিয়ে ফ্রেমবন্দি হন তারা। অফস্ক্রিন হোক কিংবা অনস্ক্রিন— দুই মাধ্যমেই সাইফ-কারিনা জুটি দর্শকদের প্রিয় তালিকায় রয়েছেন।

এমনই একদিন মুম্বাই থেকে কোথাও যাচ্ছিলেন এ তারকা দম্পতি। বিমানবন্দরের সামনে যা কাণ্ড ঘটান সাইফ তা দেখে হতবাক সবাই। কেউ-ই আশা করেননি যে তিনি এমনটি করে বসবেন।

এমনিতে কারিনাকে নিয়ে খুবই সংরক্ষণশীল অভিনেতা। কিন্তু বিমানবন্দরে যে নিজের বউকেই চিনতে পারবেন না তিনি, সেটি কেউ আশা করেননি। আসলে সেদিন কারিনার পরনে ছিল কুর্তা, তার ওপর লাল রঙের একটি জ্যাকেট। ঠিক হুবহু একটি লাল জ্যাকেট পরেছিলেন বিমানবন্দরেরই একজন নারীকর্মী। তার সঙ্গেই কারিনাকে গুলিয়ে ফেলেন সাইফ। বউ ভেবে জড়িয়ে ধরতে যান। সে মুহূর্ত চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। সঙ্গে সঙ্গে তা ফ্রেমবন্দি করে ফেলেন তারা। নিজের ভুল বুঝে সাইফও হেসে ফেলেছিলেন। 

তারা যেখানেই যান না কেন সর্বত্র অনুসরণ করে থাকেন পাপারাজ্জিরা। তাদের প্রিয় হলেন বেবো ও তার গোটা পরিবার। তাই কারিনা-সাইফকে সামনে দেখলেই ফ্রেমবন্দি করতে ছাড়েন না কেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়