শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০২:১২ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুঞ্জন নয়, উত্তর দিলেন নির্মাতা রায়হান রাফী

তুফান’ ঝড়ের পর এবার নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রায়হান রাফী। আর নতুন সিনেমার নাম ‘লায়ন’। ইতিমধ্যেই শোবিজে গুঞ্জন রটেছে- রাফীর নতুন সিনেমায় কাজ করবেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ আর এবার বাংলার চঞ্চল চৌধুরী।

তবে এবার আর গুঞ্জন নয়, উত্তর দিলেন রাফী নিজেই। জানালেন, ‘লায়ন’-এ থাকছেন কলকাতার অভিনেতা জিৎ আর দেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ।

রাফীর কথায়, ‘আমার পরের সিনেমা, অর্থাৎ আসছে রোজার ঈদের জন্য নির্মাণ করছি “লায়ন”। নায়ক থাকছেন দুজন। একজন টালিউডের জিৎ, অন্যজন ঢালিউডের রাজ। বাকি সব গুঞ্জন।’

নির্মাতা আরও বলেন, ‘যুদ্ধ হবে। তবে এখনই নয়। রাজ হয়ে উঠতে শরিফুল রাজকে আরেকটু সময় দিতে হবে। “লায়ন” সেই সময়ের অনেকটাজুড়ে থাকছে। রাজকে নিয়ে “পরাণ” ও “দামাল” করার পর আমি লম্বা সময় নিয়েছি। চেয়েছি ওকে নিয়ে একটা তুমুল অ্যাকশন ছবি বানানোর। “লায়ন” সেই ছবিটি। এখানে জিৎ ও রাজ পাল্লা দিয়ে কাজ করবে।’

রাফী নিশ্চিত করেন, ‘লায়ন’ নায়ক-ভিলেনের সিনেমা নয়। এখানে জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন।

তিনি জানান, দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউডের। সেটি শিগগিরই জানান দেবে নির্মাতা। আর আগামী ডিসেম্বর থেকে ‘লায়ন’র শুটিং শুরু হচ্ছে।

সিনেমাটি প্রযোজনায় ভারত থেকে থাকছে স্যাডো ফিল্মস। বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেই মোতাবেক, এই সিনেমার বাজেট ছাড়াবে ‘তুফান’ কেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়