শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১১:৫৯ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাভিনা ট্যান্ডন কার চুমু সহ্য করতে না পেরে প্রায় বমি করে দিচ্ছিলেন ?

বলিউডের একসময়ের প্রতাপশালী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। যার শরীরি বিভঙ্গ হিল্লোল তুলত পুরুষের হৃদয়ে। তার ভক্তসংখ্যাও নেহাত কম ছিল না। আজও কম নয়। 

তবে অভিনয় ক্যারিয়ারে যেমন সুখকর অনুভূতি রয়েছে, তেমনই তিক্ত কিছু অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে। তেমনই এক ঘটনার কথা সম্প্রতি সামনে এনেছেন এই নায়িকা, যা ভাবলে আজও বিরক্ত হন রাভিনা। 

এক পুরুষ অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঠোঁট ছুঁয়ে যায় অভিনেত্রীর ঠোঁটে। সেখান থেকেই শরীরজুড়ে শুরু হয় ভয়ানক অস্বস্তি।

রাভিনা কথায়, ‘এখনও মনে আছে, এক অভিনেতার সঙ্গে ধস্তাধস্তির এক দৃশ্য শুট করছিলাম আমি। হঠাৎ করেই তার ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে ফেলে।’

পরের ঘটনা উল্লেখ করে অভিনেত্রী বলেন,  ‘আমার ভুল ছিল। এসবের কোনও দরকার ছিল না। আমি আমার ঘরে যাই, তখন বমি পাচ্ছিল। ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি সহ্য করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, যাও গিয়ে ব্রাশ কর, ১০০ বার তোমার মুখ ধোও।’

কোন অভিনেতার সঙ্গে এমন বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন, তার নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী। তবে নিজের অস্বস্তির কথা ঠিকই তুলে ধরেছেন।

অনস্ক্রিন ‘নো কিসিং পলিসি’তে আঘাত আসায় রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হয়েছিল রাভিনাকে। সেই ঘটনাই আরও একবার তুলে ধরলেন অভিনেত্রী। 

সম্প্রতি, ওয়েব সিরিজের মধ্যে দিয়ে বলিউডে কামব্যাক করেছেন রাভিনা। ‘আরণ্যক’ সিরিজে তার কাজ বেশ প্রশংসিত হয়েছে। এছাড়াও আগামীতে ‘কারমা কলিং’য়ে দেখা যাবে তাকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়