শহীদুল ইসলাম: অনিবার্য কারণে আগামী ১৫ মে থেকে শুরু হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি স্থগিত করা হয়েছে। আগামী ১৫ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (২ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আগামী ১৫ মে থেকে শুরু হওয়া এ পরীক্ষা স্থাগিত করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক জরুরি সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থগিত এ পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতেজা নানো হবে।