শিরোনাম
◈ ‘এই যুদ্ধ আমার না’— শান্তির বার্তা দিলেন ট্রাম্প ◈ রপ্তানির সোনালি সুযোগ, কিন্তু চ্যালেঞ্জও কম নয় ◈ বিদেশযাত্রায় ইমিগ্রেশনে ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের কখনোই এই ৭টি কথা বলা যাবে না, বললেই বিপদ! ◈ লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন ◈ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা কাটেনি, পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই ◈ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার ◈ জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের! ◈ হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু ◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ০১:৩১ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনপিপির উদ্যোগে কুড়িগ্রামে নদী ভাঙন প্রতিরোধের প্রচেষ্টা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি (এনপিপির) কুড়িগ্রাম জেলা শাখা নিজস্ব উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধের প্রচেষ্টা চালিয়েছে।  

১৮ আগষ্ট'২৫ সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার ধরলা নদীর ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে সংগঠনটির নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনপিপির) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।

ভাঙন রোধের প্রচেষ্টা চালাতে গিয়ে ড. আতিক মুজাহিদ বলেন, আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণীর মানুষ ব্যবসায়ীক চিন্তা করে। তারা মনে করে যতবেশি ভাঙবে, ততবেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি প্রতিকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সাথে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধের প্রচেষ্টা করবো। পর্যাক্রমে একই অনুপ্রেরণায় ভাঙ্গন কবলিত অন্যন্য এলাকাতেও করা হবে।

তিনি আরও বলেন, আমরা জানি অল্প জিও ব্যাগ দিয়ে প্রচুর পরিমানে নদী ভাঙন রোধ করতে পারবো না, আমরা বার্তা দিতে চাই সরকারের যে সিস্টেমের কারণে আজ মানুষগুলো দুর্ভোগের শিকার এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই খুব দ্রুত ভাঙন রোধে সরকারি ভাবে যেন ব্যবস্থা নেয়া হয়।

আতিক মুজাহিদ আরও যোগ করে বলেন, আমরা কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, আমরা টিকসই বাঁধ চাই। আমাদের কুড়িগ্রামের মানুষ নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা চায়,স্থায়ী সমাধান চায়। আপনারা সমাজে যারা বিত্তবান আছেন তারাও এসে কাজ করতে পারবেন, ৫ কোটি টাকার ত্রাণ চাই না, আপনারা যদি ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলেন অসংখ্য বাড়ি নদীর এই করাল গ্রাস হতে  রক্ষা পাবে। 

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনপিপির) কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়