শিরোনাম
◈ ‘এই যুদ্ধ আমার না’— শান্তির বার্তা দিলেন ট্রাম্প ◈ রপ্তানির সোনালি সুযোগ, কিন্তু চ্যালেঞ্জও কম নয় ◈ বিদেশযাত্রায় ইমিগ্রেশনে ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের কখনোই এই ৭টি কথা বলা যাবে না, বললেই বিপদ! ◈ লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন ◈ চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা কাটেনি, পাইকারিতে দাম কিছুটা কমলেও খুচরায় প্রভাব নেই ◈ এনসিপির কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার ◈ জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের! ◈ হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির বৈঠক শুরু ◈ মিয়ানমারে তীব্র সংঘর্ষ: নাফ নদীর পাড়ে কয়েকশ রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশে বাধা ◈ গাজা সংকটে আলোচনার নতুন সূচনা: হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ০১:৪০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতি, খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট চুরির রহস্য উদঘাটন

খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরির ঘটনায় ইউনূস শেখ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইউনূস নিকলাপুর গ্রামের ইনছান শেখের ছেলে।

রোববার (১৭ আগস্ট) ভোর রাতে তাকে ব্যাংক ভবনের ৪র্থ তলা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ইউনূস ওই তলায় ভাড়া থাকতেন এবং একই ভবনের নিচতলায় তার একটি ওয়ার্কশপ রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত ইউনূস পেশায় লেদ মিস্ত্রি। লোহা কাটার দক্ষতা কাজে লাগিয়ে তিনি ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে টাকা চুরি করতে সক্ষম হন। ভোরে ব্যাংকে নিরাপত্তাকর্মী না থাকায় তিনি সুযোগটি কাজে লাগিয়ে টাকা নিয়ে পালান। স্বীকারোক্তিতে তিনি জানান, ঋণের চাপের কারণে এই চুরি করেছেন এবং কিছু টাকা দিয়ে ঋণ পরিশোধও করেছেন। পুলিশ ইতিমধ্যে কিছু টাকা উদ্ধার করেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, লুট হওয়া টাকা উদ্ধারের জন্য অভিযান চলমান।

ঘটনার বিস্তারিত অনুযায়ী, গত শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে ব্যাংকের নিরাপত্তা প্রহরী মেইন গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ক্যাশ মিলিয়ে দেখা যায়, ১৬ লাখ ১৬ হাজার টাকা লোপ পেয়েছে। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম শনিবার (১৬ আগস্ট) রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং: ১৭।

  • সর্বশেষ
  • জনপ্রিয়