শিরোনাম
◈ পুলিশের নজর বিশেষ সাড়ে ৩ ঘন্টায়, কি হতে চলেছে ঢাকায়? (ভিডিও) ◈ ২০১৪ সালে বাংলাদেশের নির্বাচনে কৌশলগত ভুল করেছিল ভারত: প্রফেসর শ্রী রাধা দত্ত (ভিডিও) ◈ হকি বিশ্বকাপের বাছাই প‌র্বে খেলার সম্ভাবনা জাগা‌লো বাংলাদেশ ◈ তালা দিবা, হাতাহাতি করবা তোমরা আর ইলেকশন আমাকে করে দিতে হবে: রাবি ভিসির ক্ষোভ (ভিডিও) ◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ও আসন্ন নির্বাচনী রাজনীতি‌তে কোন সমীকরণ কাজ কর‌ছে ◈ পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি  ◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দামে নতুন রেকর্ড বিশ্ববাজারে

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ৩ হাজার ৫৫০ ডলারের মাইলফলক।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৪ দশমিক ৭৯ ডলারে, যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৫৫৬ দশমিক ০১ ডলারে।

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২১ দশমিক ৩০ ডলারে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার সম্ভাবনা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম।

জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, সামনে যদি প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান প্রতিবেদন আসে, তবে সেপ্টেম্বরে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে; এমন সম্ভাবনা আরও জোরালো হবে। এতে স্বর্ণের দাম আরও চাঙা হতে পারে।

স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, 'স্বল্প থেকে মধ্য মেয়াদে এর দাম ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত যেতে পারে। এছাড়া আগামী বছরের প্রথম প্রান্তিকের শেষে ৪ হাজার ডলারের কাছাকাছি পৌঁছানোও সম্ভব।'

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল বলছে, সেপ্টেম্বরে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে, এমন সম্ভাবনা এখন ৯২ শতাংশ। এদিকে, দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার না কমানোর কারণে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন ট্রাম্প।

তবে অর্থনীতির গতি-প্রকৃতির ওপরই নির্ভর করবে এ প্রক্রিয়ার গতি। হেরিয়াস মেটালসের ব্যবসায়ীরা মন্তব্য করেছেন, 'মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ডলারভিত্তিক সম্পদের প্রতি আস্থা আরও কমাচ্ছে। এর প্রভাবেই বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।'

শুধু স্বর্ণ নয়, দাম বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুরও। বুধবার স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯৭ ডলারে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৭ দশমিক ০৩ ডলার এবং প্যালাডিয়ামের দর উঠেছে ১ হাজার ১৪৮ দশমিক ৬০ ডলারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়