শিরোনাম
◈ বাংলাদেশিরা এখন ভিসা ছাড়াই যে ৬টি দেশ ঘুরতে পারবে! তালিকা দেখুন ◈ জুলাই সনদের চূড়ান্ত ঘোষণা শিগগিরই: জাতীয় ঐকমত্য কমিশন ◈ এবার দীপু মনিকে নিয়ে যে গোপন তথ্য দিলেন বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহ! ◈ মাঠের মিত্রদের নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি, ৩১ দফার ভিত্তিতে হবে জাতীয় সরকার ◈ ভার‌তে এশিয়া কাপ খেলবে না পাকিস্তান, পরিবর্তে ডাক পেলো বাংলাদেশ ◈ রেস্তোরাঁয় পিস্তল নিয়ে তরুণ–তরুণীর খুনসুটি, ভিডিও ফেসবুকে ◈ থানার সামনেই সাংবাদিককে নির্মমভাবে পিটিয়েছে হামলাকারীরা, থেঁতলে দিয়েছে পা (ভিডিও) ◈ সিসিটিভিতে ধরা পড়ল ঘটনাপ্রবাহ: যে ভিডিও ধারণের জন্য করুণ পরিণতি সাংবাদিক তুহিনের (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজার আবার অস্থির, ৮০ টাকার নিচে সবজি নেই ◈ কক্সবাজারে যাওয়া ছিল ‘নীরব প্রতিবাদ’, উদ্দেশ্য ছিল ‘চিন্তা করাও’: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ১৮ জুন, ২০২২, ০২:২৮ রাত
আপডেট : ১৮ জুন, ২০২২, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী বললেন ভুল করে ফেলেছি, মাফ করে দেন

ছবি: সংগৃহীত

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। আহত ওই স্বামীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই ঘটনায় পুলিশ জড়িত ওই নারীকে থানায় আটক করে রেখেছে। মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা মহল্লায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
প্রতিবেশি জামিল খান বলেন, গাড়াখোলার মৃত আ. সাত্তার বিশ্বাসের সন্তান ইলেক্ট্রিশিয়ান রাসেল বিশ্বাসের (৫৫) ৩য় স্ত্রী টুটু খাতুন (৬০)। অভাবের কারণে রাসেলের আগের দুই স্ত্রী তাকে ত্যাগ করে। এরপর সে তার চেয়ে বয়সে বড় কামালদিয়া গ্রামের টুটু খাতুনকে বিয়ে করেন। তারা নিঃসন্তান দম্পতি ছিলেন।
 
রাসেলের ছোট ভাই তোফাজ্জেল বিশ্বাস তোতা (৪০) বলেন, বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১০টার পর তার ভাইয়ের ঘর থেকে গোঙানোর আওয়াজ পেয়ে দেখেন তার ভাইয়ের পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর তারা স্থানীয় মেম্বারকে খবর দেন।

মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলার আনিসুর রহমান লিটন জানান, খবর পেয়ে ২টার দিকে তিনি ঘটনাস্থলে যান এবং আহত রাসেলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। 

তিনি জানান, জিজ্ঞাসাবাদে স্ত্রী টুটু খাতুন স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার কথা স্বীকার করে বলেন, ভুল করে ফেলেছি মাফ করে দেন। পরে পুলিশ ডেকে তাকে সোপর্দ করা হয়। 

হাসপাতালের কর্তব্যরক চিকিৎসকরা জানান, রাসেলের পুরুষাঙ্গের দুই-তৃতীয়াংশ কেটে গেছে। তার অবস্থা গুরুতর।

মধুখালী থানার এসআই অজয় বালা বলেন, গভীর রাতে খবর পেয়ে পুলিশ রাসেলকে হাসপাতালে পাঠায় এবং তার স্ত্রী টুটু খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কেউ থানায় মামলা করেনি বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়