শিরোনাম
◈ মোহাম্মদপুর জোনের এসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ◈ নিক্সনের উসকানিমূলক বক্তব্যে ভাঙ্গায় আইন-শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে : পুলিশ ◈ ইউরোপের সঙ্গে বাণিজ্যে নতুন সাগরপথে পরীক্ষা শুরু করছে চীন ◈ প্রশাসনে তিন শক্তির টানাপোড়েনের মধ্যেই হবে নির্বাচন: ড. ইফতেখারুজ্জামান ◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বস্তা বদল করে পাচারের সময় ৫৯৫০ কেজি চাল জব্দ, গোডাউন সিলগালা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে খাদ্য বান্ধব কর্মসূচির চালের সরকারি বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলা সদরের ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউন থেকে ১১৯ বস্তা চাল জব্দ ও গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

স্থানিয় ও ভ্রাম্যামান আদলত সূত্রে জানাগেছে, আদমদীঘি ব্রিজের মোড়ে উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকিন তালুকদার মুক্তার মালিকানাধীন তালুকদার শপিং কমপ্লেক্সের গোডাউন ভাড়া নিয়ে হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে চাল বিতরণ করছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী ও ডিলার সাহিদা বেগম। কিন্তু তিনি চালগুলো দরিদ্র মানুষের মাঝে বিক্রি না করেই ওই গোডাউন থেকে সরকারি বস্তা বদল করে চালগুলো পাচার করছিলেন।

শুক্রবার দুপুরে দুটি চার্জার ভ্যানযোগে ৩৩ বস্তা চাল পাচারকালে স্থানিয় জনতা চালগুলো আটক করেন। পরে ওই গোডাউনে
ভ্রাম্যামান আদলত অভিযান চালিয়ে সরকারি বস্তা বদল করে প্লাষ্টিকের ৩৫ বস্তায় রাখা ১হাজার ৭৫০কেজি এবং সরকারি চটের বস্তায় রাখা ২হাজার ৫৫০কেজি চাল জব্দ করে। সেই সাথে ৩৩বস্তায় ১হাজার ৬৫০কেজি চাল আটক করে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, বস্তা বদল করে সরকারি চাল পাচারের ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ডিলার বাতিলসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়