শিরোনাম
◈ মগবাজারের তাকওয়া হাসপাতালে আগুন ◈ ডেঙ্গুর প্রকোপে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে, এক সপ্তাহে ২২ জনের মৃত্যু ◈ ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত দিলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ◈ এ‌শিয়া কা‌পে ওমানের বিরুদ্ধে ভার‌তের কষ্টার্জিত জয় ◈ আসন্ন নির্বাচনে জামায়াতকে নিয়ে কী ভাবছে ভারত? ◈ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: ইউরোপীয় পার্লামেন্ট নেতা ◈ ছাত্রদল নেতা তানভীর বারী হামিমকে ধমকের কারণ জানালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোনামি ◈ মোহাম্মদপুর জোনের এসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ◈ নিক্সনের উসকানিমূলক বক্তব্যে ভাঙ্গায় আইন-শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে : পুলিশ ◈ ইউরোপের সঙ্গে বাণিজ্যে নতুন সাগরপথে পরীক্ষা শুরু করছে চীন

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ব্যবসায়ীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার স্বামী-স্ত্রী। 

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ব্যবসায়ীর টাকা আত্মসাৎ এর ঘটনায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) দিনগত রাতে কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১৯সেপ্টেম্বর) সকাল ১২টার দিকে তাদের আদালতে প্রেরণ করেন পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল আজিজ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নাখোলা গ্রামের মোঃ আসন আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী  তাসলিমা আক্তার।

পুলিশ সুত্র জানা যায়, ভুক্তভোগী সাইফুল ইসলাম ২০২০ সালেে আমিনুল ইসলাম এর সাথে ব্যবসা শুরু করেন। এভাবে সাইফুল আমিনিল এর কাছে ১৬লাখ পাওয়ানা হয়। সেই টাকা দেয় দিচ্ছি বলে দিনের পর দিন ও মাসের পর মাস গুরিয়ে আর দেয় না। পরে শফিকুল গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কয়েক বার বিচার করে ও কোন কিছু না হওয়াতে। এরপর নীরউপায় হয়ে কোর্টে গিয়ে একটি সিআর মামলা দায়ের করেন। সেই মামলায় কোর্ট থেকে স্বামী-স্ত্রী নামে ওয়ারেন্ট হলে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে আমিনুল এর সাথে ব্যবসা শুরু করি।  সে আমার কাছ থেকে এক বছরে ১৬লাখ টাকার মাল নিয়ে টাকা পরিশোধ করেন না। টাকা চাইতে গেলে আমাকে উল্টো বিভিন্ন ধরণের কথা বলে। পরে আমি স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য শালিশ করেও টাকা দেয় না। পরে আমি আদালতে মামলা দায়ের করেছি।

এই বিষয়ে এসআই আব্দুল আজিজ বলেন, প্রতারণার মামলায় স্বামী- স্ত্রী নামে ওয়ারেন্ট হয়। সেই মামলায় বান্নাখোলা এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়