রাজধানীর মগবাজার এলাকার তাকওয়া হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাসপাতালটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি জানান, রাত ১২টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে তেজগাঁও স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।