শিরোনাম
◈ মোহাম্মদপুর জোনের এসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ◈ নিক্সনের উসকানিমূলক বক্তব্যে ভাঙ্গায় আইন-শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে : পুলিশ ◈ ইউরোপের সঙ্গে বাণিজ্যে নতুন সাগরপথে পরীক্ষা শুরু করছে চীন ◈ প্রশাসনে তিন শক্তির টানাপোড়েনের মধ্যেই হবে নির্বাচন: ড. ইফতেখারুজ্জামান ◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতের যৌথ বিজয়

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত  এডভোকেট ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার মোঃ তাজুল বিজয় অর্জন করেছেন।

১৮ সেপ্টেম্বর'২৫ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকাল ৩:২০ মিনিটে শেষ হয়। ভোট গণনা শেষে  সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়।

এবারে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে  মোট ভোটার সংখ্যা ছিল ২ শত ৪৯ টি। কাস্টিং হয় ২ শত ৪১ টি ভোট।

নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত এডভোকেট ইয়াসিন আলী সরকার ভোট পেয়েছেন ১ শত ০৭টি, অপরদিকে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম ১ শত ২৮টি ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত এডভোকেট আবুল কাশেম ভোট পেয়েছেন ১ শত ১২টি। অপরদিকে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার তাজুল ইসলাম ১শত ২০  টি ভোট পেয়ে নির্বাচিত হন। এর মধ্যে বাতিল পড়েছে ৭ টি।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সরদার মো:তাজুল ইসলাম জানান, জেলা আইনজীবী সমিতির সদস্যদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। সকল আইনজীবীদের কে সাথে নিয়ে এবারের উন্নয়ন কাজ করে যাবো।

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি পদ ও কার্য নির্বাহী সদস্য পদে মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগষ্ট  তাঁদের বিজয়ী ঘোষণা করে কুড়িগ্রাম বার কাউন্সিল নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়