শিরোনাম
◈ রাজনৈতিক ঐকমত্য জরুরি: কমিশনের সর্বশেষ বৈঠক আজ, সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের হাতে? ◈ সাবেক দুই সেনা কর্মকর্তার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৭ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন পানি কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুমোদন ছাড়া বোতলজাত ফিল্টার পানি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি পানি উৎপাদন করছিল। পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখও ছিল না।

পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে পানি উত্তোলন, বোতলজাত ও বাজারজাত করা হচ্ছিল। সরেজমিনে এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান মালিক জাহাঙ্গীর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত পানি উৎপাদন মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষ এসব পানি কিনে ব্যবহার করলে তা থেকে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। আমরা চাই না, কোনো অনিয়মের কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হোক। তাই নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতে অনুমোদনবিহীন পানি উৎপাদন বা বাজারজাতকরণ অব্যাহত রাখলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়