শিরোনাম
◈ রাজনৈতিক ঐকমত্য জরুরি: কমিশনের সর্বশেষ বৈঠক আজ, সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের হাতে? ◈ সাবেক দুই সেনা কর্মকর্তার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাংলাদেশের সঙ্গে ইপিএ করতে আগ্রহী জাপান : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) বাংলাদেশের সঙ্গে করার জন্য জাপান খুবই আগ্রহী বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে জাপানে লোক পাঠানো নিয়ে দালালদের কোনো দৌরাত্ম্য নেই বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। 

অর্থ উপদেষ্টা বলেন, জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার। তাদের সঙ্গে আমাদের অনেকগুলো জরুরি প্রকল্প রয়েছে। যোগাযোগও বেশি। সেখানে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)  ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে আমি কথা বলেছি। জাপানের অর্থমন্ত্রী এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রতিমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছি। সেখানে আমাদের একটি বড় টিম গেছে ইপিএ করার জন্য। আমরা জাপানের সঙ্গে ইপিএ করতে যাচ্ছি। এতে জাপানও খুবই আগ্রহী।

সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা যেন জাপানে লোক পাঠাই। তিনি এক লাখ লোকের কথা বলে এসেছেন। আমরা সেই এক লাখ লোক পাঠানোর চেষ্টা করছি। জাপানি ভাষা জানার একটি লেভেল আছে এন-১ থেকে এন-৫ পর্যন্ত। ন্যূনতম এন-৩ থাকলেই সেখানে গেলেই চাকরি পাওয়া যাবে। প্রসেস কিছুটা ধীরগতির হয়ে গেছে।
তিনি বলেন, এখানে কিন্তু দালালদের কোনো দৌরাত্ম্য নেই। আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট করে লোক পাঠাব। জাপানে কৃষি প্রক্রিয়াকরণ খাতে লোকবলের ঘাটতি আছে। এছাড়া জাপানে উচ্চ শিক্ষারও ভালো সুযোগ রয়েছে, সেখানেও আমি তাদের অনুরোধ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়