হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবেই।”
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় দাউদকান্দি পৌরসদরের শহীদ রিফাত শিশু পার্কে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।
মারুফ হোসেন বলেন, জনগণ ভোটাধিকার ফেরত চায়। আন্তর্জাতিক মহলও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই জনগণের আন্দোলনের মুখে কোনো ষড়যন্ত্রই নির্বাচন ঠেকাতে পারবে না।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে বিএনপি ও দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌর বিএনপি'র সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালণায় ও পৌর বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসেম সরকার,উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি একেএম সামসুল হক,উপজেলা বিএনপি'র আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া,সিনিয়র যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌরবিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সুমন,সালাউদ্দিন সরকার প্রমূখ৷
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাশেষে একটি বিরাট মিছিল নিয়ে দাউদকান্দি পৌর সদরসহ মড়াসড়কের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়৷