শিরোনাম
◈ ন্যায়বিচার পেয়েছেন তারেক রহমান: ব্যারিস্টার কায়সার কামাল ◈ জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান ◈ বিশ্বব‌্যাপী মা‌র্কিন প্রভা‌ব রুখ‌তে ইরান ও চীনের ২৫ বছরের ব্যাপক চুক্তি ◈ ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও পরিবারের ৮ হাজার কোটি টাকার লেনদেন ◈ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে, কৌতূহল ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনা হচ্ছে ◈ সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব, হামলার নেপথ্য কারন যা জানাগেল ◈ এবার জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন ◈ ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২০ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামী এই সরকারের খুব আপন: সাবেক এমপি তুহিন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “জামায়াতে ইসলামী এই সরকারের খুব আপন। সরকারের নিজস্ব কোনো শক্তি নেই, তাদের ভরসা মাত্র ২০জন উপদেষ্টা। তারা ভেবেছিল বিএনপির বিকল্প শক্তি গড়ে তুলবে।”
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ডোমার বাটার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
 
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আরও বলেন, “সরকার মনে করছে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপিকে ফাঁকা মাঠে ছেড়ে দিলে বিএনপি জিতে যাবে। কিন্তু নির্বাচন ছাড়া কোনো ভোটতন্ত্র নেই। গত ১৬ বছর ফ্যাসিস্টরা নির্বাচন ছাড়া দেশ চালিয়েছে। অন্যান্য দলগুলো এখন নানা অজুহাত দেখিয়ে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। বিএনপি পায়তারা বোঝে না, বিএনপি কেবল গণতান্ত্রিক পথে নির্বাচন চায়।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী বুঝে গেছে, সুষ্ঠু নির্বাচন হলে তারা ১৫-১৬টির বেশি আসন পাবে না। আর জাতীয় পার্টির উদ্দেশ্যে বলতে চাই, ওদের ভবিষ্যৎ কী হবে তা শুধু আল্লাহই জানেন। ৪-৫টি আসনও পাবে কিনা সন্দেহ। সবাই মিলে একসাথে দল করলেও জিততে পারবে না।”

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর আলীসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়