শিরোনাম
◈ সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন ◈ ইভ্যালির রাসেলকে ধরিয়ে দিতে নগদ পুরস্কারের ঘোষণা, রাজধানীজুড়ে পোস্টার ◈ শুধু গভীর সমুদ্রবন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ ৬ সেপ্টেম্বর সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ◈ নাটোরে গাঁজা জব্দে গরমিল: ২৮ কেজি উদ্ধারের পর থানায় জমা মাত্র ৭ কেজি! উদ্ধারকারী এসআই ক্লোজড্ ◈ হা‌সিনা পা‌লি‌য়ে যাবার পর আ‌ন্দোল‌নের কৃ‌তিত্ব নি‌য়ে লড়াই চল‌ছে:  আমীর খসরু ◈ পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু ◈ ডাকসু নির্বাচন : যাকে ভোট দিতে বলছেন শায়খ আহমাদুল্লাহ ◈ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে ◈ লটারিতে নয়, প্রক্রিয়াতেই ডিসি নিয়োগ হবে: জনপ্রশাসন সচিব

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফুটপাত দখলমুক্ত

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক রেদওয়ান ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মামলাগুলো করা হয়। এসময় পৌরবাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তার দুপাশে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকান উচ্ছেদ করে পথচারী ও যানচলাচলের জন্য  স্বাভাবিক করা হয়।

অভিযান শেষে ইউএনও নাছরীন আক্তার বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানের সময় বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতারাও প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, নিয়মিত অভিযান হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ক্রেতারা প্রতারিত হওয়ার আশঙ্কা কমবে।

প্রশাসন জানিয়েছে, বাজারে শৃঙ্খলা ও ভোক্তার অধিকার নিশ্চিতে দাউদকান্দিতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়