শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো ◈ নতুন বিধিমালা জারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, নারী কোটা বাতিল ◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ১১:৫১ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী এলাকায় নোহা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁশখালীর যুবলীগ‌নেতা মনসুর আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে  দুর্ঘটনাটি সংঘ‌টিত হয়।

এ ঘটনায় নোহা গা‌ড়ির চালক মোঃ আরিফ(৪০) সহ ৪ জন আহত হয়ে‌ছে ব‌লে খবর পাওয়া গেছে। নিহত মনসুর আলম বাঁশখালীর বৈলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ৩নং ওয়া‌র্ডের মৃত র‌ফিক আহম‌দের পুত্র। সে উপ‌জেলা তাঁতী লী‌গের সা‌বেক সভাপ‌তি এবং যুবলী‌গের সদস‌্য ছিল। স্থানীয় প্রত‌্যক্ষদর্শী ও চক‌রিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার পু‌লিশ সু‌ত্রে জানা যায়,
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে  চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী কালো নোহা মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পা‌শে খা‌দে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আরিফ নিজে কাছাকাছি আজিজনগরের একটি ফার্মেসিতে চিকিৎসা নেন। এরপর গুরুতর আহত মনসুর আলমকে চ‌মেক হাসপাতা‌লে নেওয়া হ‌লেও তার আ‌গে মৃত‌্যু হয় ব‌লে স্বজ‌নেরা জানান ।ঘটনার ব‌্যাপা‌রে নোহা গা‌ড়িরআহত চালক আরিফ জানান, “জাঙ্গালিয়ার পর সিটি গেইট অতিক্রম করার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে দু‌টি গা‌ড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পা‌শে নোহা ও কাভার্ডভ্যানটি উল্টে যায় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়