শাহাজাদা এমরান, কুমিল্লা: দীর্ঘ ১৫ বছর পর বিদেশ থেকে ছুটিতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আবুল হাসান ওরফে বুতা মিয়া (৫০)। তিনি কুমিল্লা সদর দক্ষণি উপজেলার লইপুরা গ্রামের মৃত কালম সিদ্দেিকর ছেলে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সদর দক্ষণি উপজেলার মল্লকিা পাম্পরে সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির লরি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হাসান দোকানে রংয়ের কিছু সরঞ্জাম কিনতে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছেিলন। এ সময় দ্রুতগতির একটি লরি এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। জানা গেছে, আবুল হাসান দীর্ঘ ১৫ বছর ধরে বিদেশে কর্মরত ছিলেন এবং সম্প্রতি তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষােভ শুরু করে। পরে সদর দক্ষণি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম ঘটনাস্থলে উপস্থতি হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে এবং ঘাতক লরিটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা করা হচ্ছ।ে কুমিল্লা সদর দক্ষণি উপজেলার ইউএনও রুবাইয়া খানম জানান, নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চতি করা হবে।