শিরোনাম
◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য ◈ চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ: কাদের সিদ্দিকী ◈ ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ◈ প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২০৮ কোটি ডলার ◈ প্রকাশ্যে হাসনাত-সারজিসকে ক্ষমা চাইতে আলটিমেটাম ◈ ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন ◈ কুমিল্লায় বিদেশ থেকে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আবুল হাসান ◈ মোবাইল হ্যাকিংয়ের শিকার মোল্লাহাটের ইউএনওসহ সরকারি কর্মকর্তারা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ◈ কুমিল্লার লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে বরপক্ষকে মারধর ও লুটপাটের ঘটনায় কনে পক্ষের বিরুদ্ধে থানায় মামলা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিদেশ থেকে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আবুল হাসান

শাহাজাদা এমরান, কুমিল্লা: দীর্ঘ ১৫ বছর পর বিদেশ থেকে ছুটিতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আবুল হাসান ওরফে বুতা মিয়া (৫০)। তিনি কুমিল্লা সদর দক্ষণি উপজেলার লইপুরা গ্রামের মৃত কালম সিদ্দেিকর ছেলে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সদর দক্ষণি উপজেলার মল্লকিা পাম্পরে সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির লরি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হাসান দোকানে রংয়ের কিছু সরঞ্জাম কিনতে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছেিলন। এ সময় দ্রুতগতির একটি লরি এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। জানা গেছে, আবুল হাসান দীর্ঘ ১৫ বছর ধরে বিদেশে কর্মরত ছিলেন এবং সম্প্রতি তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষােভ শুরু করে। পরে সদর দক্ষণি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম ঘটনাস্থলে উপস্থতি হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে এবং ঘাতক লরিটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা করা হচ্ছ।ে কুমিল্লা সদর দক্ষণি উপজেলার ইউএনও রুবাইয়া খানম জানান, নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চতি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়