মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রোডম্যাপ ঘোষণায় তারা খুশি।
আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি। এই রোডম্যাপ থেকে বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। মূল কথা হচ্ছে আমরা খুশি… উই আর হ্যাপি।”
রোডম্যাপকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “জি, সুসংবাদ।”
এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সচিব আখতার আহমেদ ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন এ রোডম্যাপ অনুমোদন দেয়।
দুই ডজনেরও বেশি কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ, মুদ্রণ, আইটি-ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠক। এসব গুরুত্বপূর্ণ খাত ও বাস্তবায়ন সূচি রোডম্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।