শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো ◈ নতুন বিধিমালা জারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, নারী কোটা বাতিল ◈ রোডম্যাপ অপরিপক্ব ও আংশিক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি: জামায়াত ◈ প্রশাসনে বড় পদোন্নতি, উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা ◈ বিরলে জীবন মহল পার্কে অনৈতিক ঘটনার জেরে সংঘর্ষ ◈ টাঙ্গাইলে ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার ◈ চক‌রিয়ায় সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম নিহত ,আহত ৫ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ‘উই আর হ্যাপি’: মির্জা ফখরুল ◈ শারীরিক স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া ◈ সৌদি গ্রিন কার্ড: নির্দিষ্ট অর্থে আজীবন বসবাস, কাজ ও ব্যবসার সুযোগ বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ১১:৪৯ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ১১৫ বস্তা সরকারি চাল জব্দ, গুদাম ঘর সিলগালা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের গো-হাট জামে মসজিদ সংলগ্ন একটি গুদাম ঘর থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির ১১৫ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি চাল রাখা গুদাম ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকারি খাদ্য বান্ধব কর্মসুচির অধীনে নিম্ম আয়ের পরিবার প্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। চলতি আগস্ট মাসের চাল বিক্রয় প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় উপজেলা সদরের আদমদীঘি রেলওয়ে স্টশেন এলাকার সরকারি ডিলার  আব্দুস সাত্তার সরকার ভোক্তাদের চালের পরিবর্তে টাকা দিয়ে ওই পরিমান চাল কালো বাজারে বিক্রি করার উদ্দেেশ্য বিক্রয় স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দুরে ওই গুদাম ঘরে মজুত করে।

এদিন দুপুরে খবর পাওয়ার পর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী   ম্যাজিস্ট্েরট মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর   জিজ্ঞাসাবাদের মুখে ডিলার আব্দুস সাত্তার সরকার সদুত্তাের দিতে ব্যর্থ হয়। এর প্রিেক্ষতে ভ্রাম্যমান আদালত ১১৫ বস্তা চাল জব্দ ও গুদাম ঘর সিলগালা  করেন। 

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্েরট মাহমুদা সুলতানা বলেন, চালগুলো জব্দ করে গুদাম ঘর সিলগালা করা হয়েছে। ডিলার আব্দুস সাত্তার এর নিকট গত তিন কার্য দিবসে বিক্ররি মাস্টাররোল তলব করা হয়েছে। মাস্টাররোল যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়