শিরোনাম
◈ ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্কের কথা জা‌নি‌য়ে আ‌মে‌রিকা বিজ্ঞপ্তি জারি কর‌লো ◈ চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আমের ড্রাই ম্যাংগো খুলতে পারে আম চাষীদের ভাগ্য! ◈ শেরপুরে ইয়াবাসহ ছাত্রদল সভাপতি র‌্যাবের হাতে গ্রেফতার ◈ অটোরিকসা ও ইজিবাইকে শহর এখন শেরপুর! অনিয়ন্ত্রিত ও অদক্ষ চালকের বেপরোয়া চলাচলের কারণেও সৃষ্টি হচ্ছে যানজট ◈ অজিত দোভালের গোপন মিশন:ভিক্ষুকের ছদ্মবেশে পাকিস্তানের গোপন পরমাণু সংক্রান্ত তথ্যের হদিস পেয়েছিলেন ◈ মালয়েশিয়ায় বিদেশি শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশি কর্মীরা: সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ◈ ট্রাকচালকদের ঘুমিয়ে পড়ার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে ◈ শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ নারী গ্রেপ্তার ◈ ৬৪ জেলায় জাতীয় চ‌্যা‌ম্পিয়নশীপ ফুটবল, বা‌জেট ১৮ কোটি টাকা  ◈ এবার হাসনাত আব্দুল্লাহকে গালি দিয়ে যা বললেন রুমিন ফারহানা!

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০২:০৮ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইকে বাঁচাতে যা করলেন বোন

পিরোজপুরের মঠবাড়িয়ায় অসুস্থ ছোট ভাইকে বাঁচাতে নিজের কিডনি দান করেছেন বড় বোন হাসিনা বেগম (৪৫)। তার একটি কিডনি ছোট ভাই হাসান বিশ্বাসের (৩৮) শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। 

হাসিনা উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদের সাবেক নারী ইউপি সদস্য ও উপজেলা মহিলা দলের সহ-সভাপতি। বর্তমানে ভাই ও বোন দু’জনেই সুস্থ রয়েছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার শ্যামলীর সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করেন।

দুই সন্তানের জননী হাসিনা, আমার ছোট ভাই হাসানের একটি কিডনি অকেজো হয়ে পড়লে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিতে পেরে ভালো লাগছে। 
ভাই এখন আশঙ্কামুক্ত। হাসিনার স্বামী উপজেলার ধানীসাফা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত মাস আগে হঠাৎ হাসানের কিডনির সমস্যা ধরা পড়ে। ডাক্তার জানান, তার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। 

ভাইকে বাঁচাতে আমার স্ত্রী একটি কিডনি দিতে রাজি হয়। তিনি আরও বলেন, স্ত্রী ছোট ভাইকে কিডনি দান করতে আমার মতামত চাইলে আমি রাজি হই। শেষে গত মঙ্গলবার দিনগত রাতে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলো আমার স্ত্রী। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়