শিরোনাম
◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল ◈ ধসে পড়লো মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলের ভেতরের ভবন, নিহত ৫ ◈ কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে: প্রধান উপদেষ্টা ◈ শেখ মুজিবের ত্যাগকে স্বীকার করি, কিন্তু তিনি জাতির পিতা নন: নাহিদ ইসলাম ◈ যানজটে স্থবির কুমিল্লা নগরী: নাগরিক দুর্ভোগ চরমে ◈ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রামের যুবকের মৃত্যু ◈ মেঘনায় ইলিশের সংকট, বিপাকে অর্ধলক্ষ জেলে পরিবার!

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির কর্মীসভায়  দুই পক্ষের মধ্যে হাতাহাতি, আহত ২

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সম্মেলন বর্জন করেন একাংশের নেতা-কর্মীরা। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার(১৪ আগষ্ট)  সকাল ১০টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে কর্মীসভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য সচিব এ কে এম কিবরিয়া।

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির  দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এক পক্ষ অনুষ্ঠান বর্জন করে এবং পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

কর্মীসভায় শুরু থেকেই উত্তেজনা দেখা দেয়, কারণ ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতা- খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধের জেরে আগেও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে যখন খন্দকার নাসিরুল সভাপতি হিসেবে বক্তব্য দিতে শুরু করেন, তখন শামসুদ্দিন মিয়ার সমর্থকরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে সভাস্থল ত্যাগ করেন। পরে সভা শেষে নাসিরুল ইসলাম তার সমর্থকদের নিয়ে এলাকা ছাড়ার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডাকবাংলোর পাশে শামসুদ্দিনের সমর্থকরা আবারও ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও পরে হাতাহাতি হয়। 

সংঘর্ষে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক বোয়ালমারী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম চান এবং বিএনপি কর্মী দুলু চৌধুরী আহত হন। পরে তারা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

শামসুদ্দিন মিয়ার সমর্থক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোশবুর রহমান অভিযোগ করে বলেন, “এই কর্মীসভা নিয়ে আমাদের কোনো কিছুই জানানো হয়নি। কাউকে সভাপতি করা হবে তা নিয়েও আমাদের মতামত নেওয়া হয়নি। আমরা সভায় শুধু দর্শকের ভূমিকায় ছিলাম। এটি একপাক্ষিক সভা ছিল, যেখানে আওয়ামী লীগের পতিত নেতাদের নিয়ে আয়োজন করা হয়েছে।”

অন্যদিকে, খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক ও উপজেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া বলেন, “যারা হট্টগোল করেছে তারা আওয়ামী লীগ ও বিএনএমের লোক। এরা আওয়ামী লীগের সময় নির্বাচনকে সমর্থন করে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। আজ যখন নাসিরুল সাহেব সেসব কথা বলেন, তখন তারা ক্ষুব্ধ হয়ে বিশৃঙ্খলা করে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়