মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে তাদের পুশ ইন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক বলেন, চামুচা সীমান্তের ১৯৬/২-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের পুশ ইন করে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের অধীনে কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা। পরে পুশ ইনের শিকার ব্যক্তিদের আটক করে চাঁনশিকারী ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তাদের পরিচয় নিশ্চিত হয়েছে বিজিবি। এবার পুশ ইনের শিকার ১৩ জনই পুরুষ।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, আটক ব্যক্তিরা জানিয়েছেন তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর পুলিশ তাদেরকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর জন্য বিএসএফের কাছে হস্তান্তর করে।
এর আগে গত ২ জুন ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আরও ৮ জনকে পুশ করেছিল বিএসএফ।