শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পাল্টা শুল্ক চুক্তি: আগস্টেই সই হতে পারে, রুলস অব অরিজিন ও জাতীয় নিরাপত্তা শর্ত আলোচনায় ◈ সিলেটের সাদা পাথর লুটপাট, আলোচনায় মুফতি ফয়জুল করীম! (ভিডিও) ◈ এক ছাদের নিচে হজযাত্রার সব সেবা, বুকিংয়ে বিশেষ ছাড় ◈ কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাঁশখালীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প ◈ ফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতি ◈ শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি ◈ ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর ◈ পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ব্যাংক লুট হয়নি: অর্থ উপদেষ্টা ◈ জামিনে বের হয়ে ফের গ্রেফতার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে ডোমারে মানববন্ধন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১১আগস্ট)সকাল সাড়ে ১১টায় ডোমার রেলগেট সংলগ্ন সড়কে ডোমার রিপোর্টার্স ক্লাব ও ডোমার রিপোর্টার্স ইউনিটির সহযোগীতায় ডোমার প্রেস ক্লাব কর্মসূচিটি আয়োজন করেন। সমাবেশে উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর আলী ও সাধারণ সম্পাদক রওশন রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটি সভাপতি জুলফিকার আলী ভূট্টো, ডোমার রিপোর্টার্স ক্লাব সভাপতি রতন কুমার রায়, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, ডোমার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুন, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, রওশন আলম পাপ্পু, রাশেদুল ইসলাম আপেল, শাহিনুর রহমান, রিমুন চৌধুরী, শিশু সাংবাদিক মাহমুদ হাসান প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মাহির মিলন এবং সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর উপজেলা সভাপতি গোলাম আইয়ুব কুদ্দুস।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন সত্যনিষ্ঠ ও নির্ভীক সংবাদকর্মী। তার ওপর হামলা ও হত্যা শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থের উপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের জন্য বিশেষ নিরাপত্তা আইন প্রণয়ন, মাঠে কাজ করা সংবাদকর্মীদের সুরক্ষায় বিশেষ সেল গঠন, কোন সাংবাদিক নিহত বা আহত হলে সরকারিভাবে ক্ষতিপূরণ ও পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার কার্যকর করার দাবি তোলেন।

উল্লেখ্য,গত ৭আগস্ট সন্ধ্যায় গাজীপুর শহরের চন্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন সন্ত্রাসী হামলায় নিহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্তে নেমে পুলিশ ও র‌্যাব এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে সাতজন আদালতে রিমান্ডে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়