শিরোনাম
◈ ইউরোপে জন্ম নিল নতুন স্বঘোষিত রাষ্ট্র 'ভেরডিস', ২০ বছর বয়সী প্রেসিডেন্টের নেতৃত্বে উত্তেজনা ◈ ওয়ারিশ সম্পত্তি এখন থেকে এক দাগে নামজারি এবং বিক্রি করা যাবে পরিপত্র জারি (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে দ্বিগুণ শুল্কে বিপর্যস্ত ভারতীয় টেক্সটাইল খাত, অর্ডার স্থগিত, বাড়ছে বেকারত্বের শঙ্কা ◈ উন্মুক্ত হলো দুটি শক্তিশালী ‘ওপেন ওয়েট’ বিনা মূল্যের এআই মডেল ◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে কাঠের পুলে চরম দুর্ভোগ  ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষের চলাচল

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাউলিয়া বাজার সংলগ্ন কাঠের পুলটির বেহাল দশা দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এক সময়ের গুরুত্বপূর্ণ এই পুলটি এখন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।

দীর্ঘদিন সংস্কারের অভাবে পুলটির কাঠের তক্তাগুলো ভেঙে নড়বড়ে হয়ে গেছে। কোথাও কোথাও দেবে গেছে পাটাতন, ফুটো হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। ফলে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, বাজারগামী সাধারণ মানুষ এবং কর্মজীবীরা মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এই পুলের ওপর নির্ভরশীল আশপাশের সন্যাসী এসপি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্যাসী বালিকা উচ্চ বিদ্যালয়, এয়ারখান ডিগ্রি কলেজ, পশ্চিম খাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব খাউলিয়া, ওলামাগঞ্জ মাদ্রাসা, চালিতাবুনিয়া, নিশানবাড়িয়া, হিন্দুপাড়া, চিপা বারইখালীসহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এছাড়া খাউলিয়া বাজার জামে মসজিদেও এই পুল ব্যবহার করেই যাতায়াত করতে হয় ধর্মপ্রাণ মুসল্লিদের।

স্থানীয়রা জানান, নিজেদের উদ্যোগে কয়েকবার কিছু কাঠ দিয়ে সাময়িকভাবে মেরামত করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি হয়ে ওঠে এক মরণফাঁদ।

স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছি, কিন্তু কোনো স্থায়ী সমাধান হয়নি। প্রতিদিন এই পুল দিয়ে চলাচল করে শিক্ষার্থী ও রোগীরা। এটা দ্রুত সংস্কার না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। পরবর্তী বরাদ্দ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত পুলটির পুনঃনির্মাণ বা সংষ্কারের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, অবহেলার কারণে এভাবে চলতে থাকলে যে কোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়