শিরোনাম
◈ ইউরোপে জন্ম নিল নতুন স্বঘোষিত রাষ্ট্র 'ভেরডিস', ২০ বছর বয়সী প্রেসিডেন্টের নেতৃত্বে উত্তেজনা ◈ ওয়ারিশ সম্পত্তি এখন থেকে এক দাগে নামজারি এবং বিক্রি করা যাবে পরিপত্র জারি (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে দ্বিগুণ শুল্কে বিপর্যস্ত ভারতীয় টেক্সটাইল খাত, অর্ডার স্থগিত, বাড়ছে বেকারত্বের শঙ্কা ◈ উন্মুক্ত হলো দুটি শক্তিশালী ‘ওপেন ওয়েট’ বিনা মূল্যের এআই মডেল ◈ চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ◈ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার: ৭ আগস্ট, ২০২৫ ◈ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ◈ দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট ◈ অন্তর্বর্তী সরকার চেষ্টা কর‌ছে নির্বাচ‌নে জামায়াত ও এনসিপিকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে গ‌ড়ে তুল‌তে ◈ নারী সহকর্মীর স‌ঙ্গে অসভ‌্যতা ও অশ্লীল ছবি পাঠানোয় নিষিদ্ধ হলেন কোচ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ০৫:০৮ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে মাদকের টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যা, ঘাতক পুত্র গ্রেপ্তার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের রুদ্র পাড়ায় মাদকের টাকার জন্য পিতা দুলাল রুদ্র (৫৫)-কে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত পুত্র তপন রুদ্র (২০)। ঘটনার পর স্থানীয়রা ঘাতক পুত্রকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্যমতে, মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পিতা দুলাল রুদ্র মাদকের জন্য টাকা দিতে অস্বীকৃতি জানালে পুত্র তপন রুদ্র ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে দুলাল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থায় দুলাল রুদ্রকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, তপন রুদ্র আগে স্থানীয় একটি সেলুন চালাতেন, কিন্তু পরে তা হারিয়ে দীর্ঘদিন বেকার অবস্থায় ছিলেন এবং ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েন। ফলে পরিবারে আর্থিক সংকট আরও ঘনীভূত হয়। সোমবার সন্ধ্যায় সে পিতার কাছে মাদকের জন্য টাকা দাবি করে। পিতা রাজি না হওয়ায় শুরু হয় কথাকাটাকাটি, যা পরিণত হয় প্রাণঘাতী হামলায়।

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য সোহেল ইকবাল ছৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে আহত ব্যক্তিকে সহযোগিতার আহ্বান জানান এবং ঘাতক পুত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই ঘাতক পুত্র তপন রুদ্রকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই নির্মম ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়