শিরোনাম
◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৩:৪৩ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সতীনের প্রতিহিংসায় গণধর্ষণের শিকার, টাকা লেনদেনকে ঘিরেই ঘটেছে নির্যাতন

ভোলার তজুমদ্দিনে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাদের নোয়াখালীর হাতিয়া ও ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এসব তথ্য উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ওই নারীর ধর্ষণের পেছনে চাঁদা দাবি নয়; তাঁর স্বামীর তৃতীয় স্ত্রীর আক্রোশের জেরেই এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ওই সতীনসহ সব মিলিয়ে এ মামলার চার আসামিই গ্রেপ্তার হয়েছেন। 

বৃহস্পতিবার তজুমদ্দিনের মাওলানাকান্দির কামারপট্টিতে গিয়ে নতুন কিছু তথ্য জানা গেছে। সেখানেই থাকেন ধর্ষণের শিকার নারীর স্বামীর তৃতীয় স্ত্রী ঝর্ণা বেগম। সাংবাদিক দেখে আশপাশের ঘরের নারী বাসিন্দাদের উঁকিঝুঁকি দিতে দেখা যায়। নানা অজুহাতে ২৯ জুনের ঘটনাটি এড়িয়ে যান তারা। পুরুষ সদস্যরাও মুখ খুলতে রাজি হননি। এক পর্যায়ে বৃদ্ধ দুই নারী জানান, দিন-দুপুরে এমন নির্যাতনের ঘটনায় তারা হতবাক। ভয়ে নির্যাতিতা নারীকে সাহায্যে এগিয়ে আসতে পারেননি। এখন তারা অনুতপ্ত। এ ঘটনায় জড়িত সবার বিচার চান তারা। 

মামলার এজাহার ও সরেজমিন জানা গেছে, মাওলানাকান্দির বাসিন্দা ঝর্ণা বেগমকে ৮ মাস আগে বিয়ে করেন ঢাকার এক রেস্তোরাঁ শ্রমিক। ঝর্ণা তাঁর তৃতীয় স্ত্রী। এলাকাবাসীর ভাষ্য, গৃহপরিচারিকার কাজ করা ঝর্ণা ধারদেনা করে স্বামীকে ১ লাখ ৮০ হাজার টাকা দেন। পরে স্বামীর সঙ্গে দূরত্ব দেখা দিলে ক্ষোভ সৃষ্টি হয়। এ জন্যই পূর্বপরিকল্পনা অনুযায়ী ২৮ জুন রাতে স্বামীকে ডেকে আনেন তিনি। আগে থেকেই ভাড়া করে রাখেন আলাউদ্দিন, মো. ফরিদ, রাসেলসহ অন্যদের। রুবেল আসার পরপরই তারা ঝর্ণার দেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ও দেনমোহরের টাকা ফেরত চান। এ জন্য রাতভর নির্যাতন করা হয় ওই ব্যক্তিকে। খবর পেয়ে ২৯ জুন সকালে তাঁকে ছাড়িয়ে নিতে আসেন প্রথম স্ত্রী। এ সময় ওই চক্রের একাংশ স্বামীকে বাইরে নিয়ে যায়। আর ঝর্ণার পাহারায় ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করে অন্যরা। 

এদিকে ধর্ষণ ও নির্যাতনের পর ভয়ে ঘটনা জানাতে সাহস পাননি ওই দম্পতি। নির্যাতিত হোটেল শ্রমিক বলেন, মামলা করার পরও হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঢাকার কর্মস্থলে ফিরতে না পেরে অর্থ সংকটে পড়েছেন। সামাজিকভাবেও হেয় হচ্ছেন। 

ঝর্ণাকে বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, তাঁর দ্বিতীয় স্ত্রীর আত্মীয় ঝর্ণা। সে হিসেবেই পরিচয়। এক সময় তাঁকে ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করে ঝর্ণা। ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়ার বিষয় তিনি অস্বীকার করেন। ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। এ জন্য ৪ লাখ টাকা দাবি করা হয়। পুরো ঘটনাই ঝর্ণার পূর্বপরিকল্পিত। 

৩০ জুন মামলার পরপরই ঝর্ণাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ৫ নম্বর আসামি মো. মানিককে গ্রেপ্তার করে র‍্যাব। 

বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সোহান সরকার জানান, মামলার প্রধান আসামি আলাউদ্দিনকে নোয়াখালীর হাতিয়া ও দুই নম্বর আসামি মো. ফরিদকে বোরহানউদ্দিন থেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের আবেদন করবে পুলিশ। এ ছাড়া কলেজ ছাত্রদলের নেতা রাসেলকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সম্পৃক্ততার প্রমাণ পেলে তাকেও গ্রেপ্তার করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়