হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের একটি খাদ্য কারখানায় অভিযান চালিয়ে ভেজাল শিশু খাদ্য তৈরির অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সন্ধ্যার পর ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৫ আরই ব্যাটেলিয়নের সদস্য ও পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল বলেন, জেলা সদরের কানাইপুর ইউনিয়নে সেইফ ফুড প্রডাক্টস কারখানায় অভিযান পরিচালনা করা হলে সেখানে উৎপাদন করা ভেজাল চানাচুর, রিং চিপস, ভুমরা, কুর-মুড়ি, ঝালমুড়ি, অরেঞ্জ জুস, সিপসিপসহ বিভিন্ন শিশু খাদ্য পাওয়া যায়।
এ সময় ফ্যাক্টরির মালিক শফিকুল ইসলাম (৪৬) এর কাছে ফ্যাক্টরি পরিচালনা করার প্রয়োজনীয় কাগজপত্র ও আয়কর পরিশোধের তথ্য চাওয়া হলেও তিনি কাগজপত্র দেখাতে পারেনি।
পরবর্তীতে ভেজাল খাদ্য উৎপাদন করার অপরাধে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও বলেন, শিশুসহ সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলমান থাকবে।