শিরোনাম
◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন ◈ বাংলা‌দে‌শে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ধু‌য়ো তু‌লে আগ‌স্টে সফ‌রে আস‌ছে না ভারতীয় ক্রিকেট দল ◈ একযোগে ১৫ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল ◈ পাকিস্তান চীনের ‘জীবন্ত পরীক্ষাগার’, ৮১% সামরিক সরঞ্জাম চীনা: দাবি ভারতের জেনারেল রাহুল সিংয়ের ◈ ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস

স্পোর্টস ডেস্ক : গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের আরও এক ফুটবলার। বৃহস্পতিবার এক বিবৃতিতে মুহান্নাদ আল-লিলি নামের এই ফুটবলারের মৃত্যুর খরব নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। -- অলআউট স্পোর্টস

বিবৃতিতে জানানো হয়, গত সোমবার সেন্ট্রাল গাজার আল-মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি মিসাইল হামলায় আহত হন মুহান্নাদ। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত দেশটির ৫৮৫ জন ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে শুধু ফুটবল অঙ্গনেরই আছে ২৬৫ জন।

স্থানীয় ক্লাব খাদামাত আল-মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন মুহান্নাদ। ২০১৬–১৭ মৌসুমে দলকে ফিলিস্তিন প্রিমিয়ার লিগে তুলতে ভূমিকা রাখেন তিনি। এরপর মাঘাজি ছেড়ে শাবাব জাবালিয়াতে যোগ দেন তিনি। এ ক্লাবের হয়ে তিনি দুটি মৌসুম খেলেন এবং ২০১৮–১৯ মৌসুমে দলকে লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে সহায়তাও করেন।

শাবাবে সাফল্যের গাজা স্পোর্টস ক্লাবে মুহান্নাদ যোগ দেন মুহান্নাদ। কিন্তু লিগামেন্ট চোটের কারণে মাঠের বাইরে চলে যান তিনি। এরপর আবার নিজের শৈশবের ক্লাব আল-মাঘাজিতে ফিরে আসেন তিনি।

ইসরায়েলি আগ্রাসনে একের পর এক ক্রীড়াবিদদের মৃত্যুর পাশাপাশি ক্রীড়া স্থাপনাও ব্যাপকভাবে ধ্বংস হওয়ার কথা উল্লেখ করে ফিলিস্তিন ফেডারেশন জানায়, ক্ষতিগ্রস্থ হওয়া স্থাপনার সংখ্যা এখন ২৬৪টিতে দাঁড়িয়েছে। ১৮৪টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে আছে ফিফার অর্থায়নে নির্মিত ১২টি স্টেডিয়াম। এছাড়া আংশিক ধ্বংস হয়েছে ৮১টি স্থাপনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়