শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৫৮৭ রা‌নে অলআউট ভারত, আকাশ দীপের জোড়া উইকেটে দ্বিতীয় দিন শেষে চাপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। ৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়ে থ্রি লায়ন্সদের রান ৭৭। উইকেটে আছেন জো রুট (১৮) এবং হ্যারি ব্রুক (৩০)। এই জুটির ওপরই নির্ভর করছে ফলো অন বাঁচানো। 

বার্মিংহ্যামে প্রথমে ব্যাট করে ৫৮৭ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। একটুর জন্য শতরান হাতছাড়া হয় যশস্বী জয়েসওয়ালের। তবে দলের বড় রানের ভীত গড়ে দেয়। অনবদ্য শুভমন দল। তিনশো রানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু ২৬৯ রানে আউট হন ভারত অধিনায়ক। লোয়ার মিডল অর্ডার গুরুত্বপূর্ণ রান যোগ করে। ৮৯ রান করেন রবীন্দ্র জাদেজা। ৪২ রান যোগ করেন ওয়াশিংটন সুন্দর। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড দল। শুরুতেই শূন্য রানে আউট হন বেন ডাকেট। লিডস ম্যাচের সেরা এদিন কোনও পার্থক্য গড়ে দিতে পারেনি। প্রথম বলেই আউট হন অলি পোপ। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। 

এই জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন জো রুট (১৮) এবং হ্যারি ব্রুক (৩০)। তাঁদের ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের ভাগ্য। আগের দিন যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকে শুরু করেন শুভমন গিল। শতরানে থামেননি। দ্বিশতরান করেন। ৩৮৭ বলে ২৬৯ রান করে আউট হন। 

ইনিংসে ছিল ৩টি ছয় এবং ৩০টি চার। বুমরার জায়গায় সুযোগ পান আকাশ দীপ। শুরুতেই জোড়া উইকেট তুলে নেন। বেন ডাকেট এবং অলি পোপকে ফেরান বাংলার পেসার। এদিন এখনও পর্যন্ত বুমরার অভাব বুঝতে দেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়