ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের ওপর পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পৌর এলাকার মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইম সমবায় ব্যাংক মার্কেটের সততা প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে। তাদের গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে। এ দুর্ঘটনার ব্যাপারে পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করেন। তার মা বটি না দিয়ে রান্না ঘরের র্যাকের ওপর রেখে দেন।
পরে মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি বটি পাড়ার চেষ্টা করে। সেসময় তা ঘাড়ের ওপর পড়ে মারাত্মক জখম হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।