শিরোনাম

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের স্পর্শে মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের স্পর্শ হয়ে জাফর আহমদ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্প্রতি উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত জাফর দক্ষিণভাগ শেখপাড়া কওমি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। সে উপজেলার বড়থল আদর্শগ্রামের কাউছার আহমদের ছেলে। জানা যায়, রবিবার সকালে মাদরাসার মাঠে অন্যান্য ছাত্রদের সঙ্গে ফুটবল খেলছিল জাফর। খেলার একপর্যায়ে বলটি মাদরাসার একতলা ভবনের ছাদে উঠে আটকে যায়। এরপর জাফর বলটি আনতে সুপারি গাছ বেয়ে ছাদে ওঠে। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের সংস্পর্শ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়