শিরোনাম
◈ সরকারের নতুন আয়কর প্রস্তাব: নতুনদের জন্য ছাড়, উচ্চ আয়ের জন্য কর হার বাড়ছে ◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি ◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ◈ জামাতের সঙ্গে ঐক্যে বিতৃষ্ণা: নতুন দল এনসিপি-কে বর্জনের ঘোষণা সংগীতশিল্পী সায়ানের, ভোট না দেওয়ার আহ্বান ◈ অনলাইনে ইলিশ বিক্রির নামে পেইজ খুলে অভিনব প্রতারণা, ৮ প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন।  আগ্রহীদের আবেদনের আহ্বান জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৭ মে) চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, গত ১৪ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে একটি চীনা দলের দ্বারা পরিচালিত একটি ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। সংস্কৃতি ও প্রযুক্তির এই উদ্ভাবনী মিশ্রণ ছিল বাংলা নববর্ষ এবং চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উভয়েরই একটি প্রাণবন্ত উদযাপন। 

চীনা দূতাবাস এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ বাংলাদেশি কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করবে। প্রশিক্ষণটি ইংরেজিতে পরিচালিত হবে। আগামী  জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত হবে। 

প্রোগ্রামটি দু’টি পর্যায়ে বিভক্ত—
প্রথম পর্যায়: ড্রোন তৈরির পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান এবং প্রোগ্রামিং দক্ষতা কভার করে কোর্স। (১-২ সপ্তাহ) 

দ্বিতীয় পর্যায়: ক্রোস্টারসের মালিকানাধীন ড্রোন মডেলগুলির জন্য বিশেষভাবে প্রোগ্রামিংয়ের উপর উন্নত কোর্স। (১-২ সপ্তাহ) প্রতিটি পর্যায়ের সঠিক সময়কাল অংশগ্রহণকারীদের বিদ্যমান কম্পিউটার সাক্ষরতা এবং প্রোগ্রামিং অভিজ্ঞতার ওপর নির্ভর করবে । 

প্রশিক্ষণে নিবন্ধনের জন্য আগামী ১ জুনের মধ্যে ইমেইলে ( dirfa@shilpakala.gov.bd) আবেদনের আহ্বান জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়