শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ট্যান্ড রিলিজের পর নিখোঁজ রাষ্ট্রদূত: অভিযোগ ও ফেসবুক পোস্টে ঘনীভূত রহস্য

নানা অভিযোগে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) মো. ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে তাকে ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার শূন্যপদে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) দায়িত্ব দেয়া হয়েছে দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) মো. নিয়াজ মোর্শেদকে। এ সংক্রান্ত আদেশের কপি পেয়েছে একটি জাতীয় দৈনিক। 

উল্লেখ্য, স্ট্যান্ডরিলিজের আদেশ জারির পর থেকে মন্ত্রণালয় ও মিশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ফয়সাল। তার ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব করার সরকারি সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সামাজিক যোগোযোগমাধ্যমে পোস্ট করেন মিস্টার আহমদ। তাছাড়া তার বিরুদ্ধে নারীঘটিত বিভিন্ন অভিযোগ রয়েছে। সেগুনবাগিচার সংশ্লিষ্টদের দাবি ফয়সাল আহমেদ সরকারি চাকরি বিধি লংঘন করেছেন। গত ২২শে মে ফয়সাল আহমেদ ফেসবুকে লিখেন, হ-য-ব-র-ল সেগুনবাগিচায় কে পররাষ্ট্র সচিব হবেন, নিশ্চিত নয়। একজন অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে ১০ জন সচিবকে ডিঙিয়ে কেন তড়িঘড়ি করে পররাষ্ট্র সচিব করা হচ্ছে তা বোধগম্য নয়। 

আসাদ আলম সিয়াম শেখ হাসিনার লয়ালিস্ট হিসেবে তিন বছর চিফ অব প্রটোকল ছিলেন। আওয়ামী লীগের ইন্টারেস্ট সার্ভ করার জন্যই পররাষ্ট্র উপদেষ্টা আসাদ আলম সিয়ামকে নির্বাচন সময়ে পররাষ্ট্র সচিব করতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি এবং স্ট্যান্ডরিলিজ পরবর্তী তার পদক্ষেপ বিষয়ে জানতে ম্যাসেঞ্জারে যোগাযোগের চেষ্টা হয় কিন্তু তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উৎস: মানবজমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়