শিরোনাম
◈ ছাত্রশিবির ৫ আগস্টের পর বাংলাদেশের ছাত্ররাজনীতির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে: উমামা ফাতেমা ◈ বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার পেছনে কী রয়েছে: রয়টার্সের প্রতিবেদন ◈ জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ◈ মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত ◈ বেনাপোল দিয়ে ৩৬ বাংলাদেশি নারী-পুরুষ-শিশু ফেরত দিল ভারত ◈ বিশ্বজুড়ে ফের কভিড আতঙ্ক: নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সইসি’ ছড়াচ্ছে দ্রুত ◈ লামিন ইয়ামালের রেকর্ড মূল্যে বার্সার সঙ্গে চুক্তি ◈ আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা চরমোনাই পীরের ◈ রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ (ভিডিও) ◈ চাকরিজীবীদের বিক্ষোভ-আন্দোলনে চ্যালেঞ্জের মুখে সরকার?

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১১:৫৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৫, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সচিব পদে বড় রদবদল

সচিব পদে বড় রদবদল হয়েছে। তিন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত তিন প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ মাস পর পূর্ণ সচিব পেয়েছে তথ্য কমিশন। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক, অতিরিক্ত সচিব হাওলাদার মো. রকিবুল বারীকে প্রেষণে তথ্য কমিশনের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর ঢিলেঢালাভাবে চলছিল তথ্য কমিশনের কার্যক্রম।

গত ৫ সেপ্টেম্বর প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক পদত্যাগ করেন। গত ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করে সরকার।

গত বছরের ৩ সেপ্টেম্বর তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তারপর একজন অতিরিক্ত সচিবকে তথ্য কমিশনের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ডিসেম্বরে অবসরে যান তিনি।

বেশ কিছুদিন তথ্য কমিশনের সচিবের পদটি ফাঁকা ছিল। পরে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-১) মো. ইব্রাহিম ভূঞাকে তথ্য কমিশনের সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. শরিফুল ইসলামকে অতিরিক্ত সচিব পদে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক সই করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়