শিরোনাম
◈ সরকারের নতুন আয়কর প্রস্তাব: নতুনদের জন্য ছাড়, উচ্চ আয়ের জন্য কর হার বাড়ছে ◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি ◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ◈ জামাতের সঙ্গে ঐক্যে বিতৃষ্ণা: নতুন দল এনসিপি-কে বর্জনের ঘোষণা সংগীতশিল্পী সায়ানের, ভোট না দেওয়ার আহ্বান ◈ অনলাইনে ইলিশ বিক্রির নামে পেইজ খুলে অভিনব প্রতারণা, ৮ প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০১:২৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামিন ইয়ামালের রেকর্ড মূল্যে বার্সার সঙ্গে চুক্তি

রেকর্ড মূল্যে ২০৩১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন লামিন ইয়ামাল। গণমাধ্যমের খবর ৪০ মিলিয়ন ইউরোতে তাকে দলে রাখতে চাচ্ছে কাতালানরা। চুক্তি নবায়ন হলে বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হবেন এই বিষ্ময় বালক। এছাড়া মোটা অঙ্কের বোনাসসহ পাবেন আরও নানা সুযোগ সুবিধা।

নিজের নামটা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে খুব একটা সময় নেননি লামিন ইয়ামাল। বিষ্ময় বালক ১৭ বছরের বয়সেই নামের পাশে যোগ করে ফেলেছেন তারকা শব্দটা। অর্থও এখন ছুটছে তার পিছে পিছে। এমন একজন ফুটবলার যে বার্সার জন্য হবেন বিশেষ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ক্লাবটার সঙ্গে নতুন চুক্তিতে তাই রেকর্ড গড়ছেন স্প্যানিশ ফুটবলার।
 
২০২৬ সালের জুন পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি ছিল লামিন ইয়ামালের। তবে, এই ফুটবলার বহুবারই বলেছেন বার্সাতেই থাকতে চান তিনি। এখান থেকেই হতে চান মহাতারকা। ক্লাবটাকে দিয়েছেনও অনেক কিছু। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজে গোল করেছেন ১৮ টি, গোল করিয়েছেন ২৫টি। মৌসুমে বার্সার দুই শিরোপা জয়ের অন্যতম নায়কও তিনি।
  
এমন একজন ফুটবলারকে স্বাভাবিকভাবেই ধরে রাখতে চাইবে কাতালানরা। চুক্তিও চূড়ান্ত, আরও ৬ বছর বার্সাতেই থাকছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। এছাড়া নতুন চুক্তিতে তিনিই হচ্ছেন বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার।
 
বর্তমানে বছরে ৩৩ দশমিক ৩৩ মিলিয়ন ইউরো নিয়ে বার্সার সর্বোচ্চ বেতন ভুক্ত ফুটবলার পোলিশ তারকা রবার্ট লেওয়ান্ডোভস্কি। আগের চুক্তিতে ইয়ামাল পেতেন ১ দশমিক ৬৭ মিলিয়ন ইউরো। তবে, সেই ইয়ামালই এক লাফে পেরিয়া যাচ্ছেন লেওয়ান্ডোভস্কি। ম্যাচ জিতলে মোটা অঙ্কের বোনাসসহ থাকছে আরও নানা সুযোগ-সুবিধা।
 
এ বছরের ১৩ জুলাই ১৮ বছর পূর্ণ হবে ইয়ামালের। এরপর এমনতেই বেতন বাড়তো তার। তবে, সাম্প্রতিক পারফরম্যান্স বিচেনায় বেতনের পরিমাণ এত বাড়ছে তার। এছাড়া ব্যালন ডি'অর জিতলে তার রিলিজ ক্লোজ হবে ১ বিলিয়ন ইউরো।
  
ক্লাব ফুটবল শেষ, নেশন্স লিগ খেলতে যাবেন লামিল ইয়ামাল। এরপর লম্বা ছুটি। ততদিনে ১৮ বছর পূর্ণ হয়ে যাবে ইয়ামালের। তখন নতুন চুক্তিতে কিছুটা জটিলতা পোহাতে হতে পারে বার্সার। তাই অনেকটা তড়িগড়ি করেই ইয়ামালে সঙ্গে চুক্তি নবায়ন করছে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়