আইরিন হক,বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক মটর সাইকেল মিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (১১ মে) সকাল ১১ টার সময় যশোর - বেনাপোল মহাসড়কের পৌরসভার দিঘিরপাড় ফায়ার সার্ভিস এর সামনে এ দুর্ঘটনায় সে নিহত হয়। নিহত কিশোর বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন উদ্দিন এর ছেলে।
বেনাপোল ফায়ার সার্ভিস এর ইনচার্জ বায়জিদ বোস্তামি জানান, বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহি ট্রাক্টরের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলকে ঢাক্কা দেয়। এতে সাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুকর জখম হয়। পরে ফায়ার সার্ভিস তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাভারন সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নিজাম উদ্দিন মৃত্যু ঘোষনা দেয়।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান বলেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের ফোন পেয়ে আমরা নাভারন হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তবে হাসপাতালের ডাক্তার নিজাম উদ্দিন বলেন দুর্ঘটনার শিকার ইসমাইলকে হাসপাতালে আনা হয়েছিল । তাকে পরীক্ষা করে দেখা গেছে সে মারা গেছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মো: রাসেল মিয়া বলেন, বেনাপোলের সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামে একজন মারা গেছে। সে বেনাপোলে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করে। তবে ধান বোঝাই ট্রাক্টরটি আটক করা হয়েছে।।